আমাদের কথা খুঁজে নিন

   

জন্মান্ধ বকুল ছায়া, একটি জন্মান্ধ বকুল ছায়া



জন্মান্ধ বকুল ছায়া, একটি জন্মান্ধ বকুল ছায়া, এ শহরের পাঁচিলের পলাতক পাড় ঘেঁষে ঘুমিয়ে আছে, শিবাণি-স্বরূপ মাখা সাতাশ বছর; যেন পড়ার শোবার ঘরে ঘুঘু-ডাকা আঙিনায়, নাশপাতি ভোরে শু'য়ে সাদা কবুতর- ডানার রোদে ভেজা রূপাই জমিনে তাঁর বুক থেকে খসে গেছে প্রাচীন পালক; শহরের দেয়ালে দ্বীপ জ্বেলে রেখে গেছে ভোরের-বালক। পালকের পৃষ্ঠাজুড়ে হরিৎ-হরফ বুঝি বাম-চোখে আঁকে তাঁর জামদানী মায়া- এ শহরে রাত নেই শুধু স্নিগ্ধ কবুতর-তবু রূপের মতো জাগে রাতের ছায়া-জন্মান্ধ বকুল ছায়া, একটি জন্মান্ধ বকুল ছায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.