আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]
ক্রোধ আমি তো বোতলজাত ঝাঁকুনি দেবে? দাও– ঠিকরে বের তো আর হতে পারবো না; লনের ফোঁয়ারার মতো তো ফুঁসে উঠতে পারবো না; ঝাঁকাও – তবে ইচ্ছে মতো ঝাঁকাও। ভেক, কৃত্তিমতা – দেখে দেখে ঠাঁয় দাঁড়িয়ে পাঁজরের ভেতর ঐ হৃৎপিন্ডের ধুকধুকানির অস্থিরতা বাড়িয়ে, মস্তিষ্কের উত্তেজনার মাত্রা ছাড়িয়ে – ঠাঁয় দাঁড়িয়ে; আমি যে বোতলজাত। পারতাম তো, প্রতিবাদী হতে – দমন, নিপীড়ন, অত্যাচার রুখতে – ভীতু, কাপুরুষের দল তোমরা – হিঁচড়ে, ঠেঁসে, ঠেলে দিলে আঁধারে – ঝাঁকাও, আরো ঝাঁকাও – যন্ত্রণা হবে ঠিক – কিন্তু ফুঁসে উঠবো ঠিকই। আমি যে বোতলজাত। ভুল কি জানো? – আমার অস্থির মণিকোটর। ছন্দহীন হ্রাস-বৃদ্ধি – টের পাও কি তোমরা? পাবে না জানি – আমার ব্যুহ দেয়াল-ই করেছে ব্যবধান, অগোচরে পালাবে কোথায়? আমি যে স্বচ্ছ বোতলজাত! আরফার রাজী ২৯.০৯.২০১০ রাত ১১.০০ (ছবি : ইন্টারনেট)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।