আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধুরা

আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।

আজকে আমার কিছু বন্ধুর কথা বলব। তার আগে আমার একটা প্রশ্ন আছে।

সেটা হল-বন্ধুর প্রকৃত সংজ্ঞা কী?আমার মতে যার কাছে সব কিছু খুলে বলা যায় এবং যে পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে না,তাকেই যথার্থ বন্ধু বলে। এ হিসেবে আমার কোন যথার্থ বন্ধু নেই। যাই হোক,আমি প্রথমেই মাশুকের কথা বলতে পারি। আমি তার কাছে এমন অনেক কথা বলেছি যেগুলো আর কারোর কাছে বলিনি। অব্শ্য সে সেসব কথা কারোর কাছে ফাঁস করে দেয়নি।

কিন্তু সে এখন আমার সাথে ভালো করে কথা বলে না। কেন সে কথ বলে না তা আমি জানি না। হয়তো বা আমি তার কাছে "boring" হয়ে গেছি! এরপর আসতে পারে তানভিরের নাম। সে একজন ভালো বন্ধু,সন্দেহ নেই। কিন্তু সে ঢাকা যাবার পর আমার সাথে তেমন কোন যোগাযোগ রাখল না।

আমি আমার এককালের best friend থেকে এরকম ব্যবহার আশা করিনি। ফলে আমি তার ব্যাপারে হতাশ হয়ে পড়ি। এরপর অবশ্যই পাভেলের নাম আসবে। সে গত দুইজনের থেকেও বড় রকমের বিশ্বাসঘাতক। আমি আর সে যখন থেকে আলাদা section পড়তে থাকলাম,তখন থেকে আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে।

এটা হতেই পারে,তাতে দোষের কিছু নেই। কিন্তু পরবর্তীতে সে আমাকে দেখলেও চুপ করে থাকত,কোন কথা বলত না। তাকে তখন দেখলে মনে হত সে আমাকে চেনে না। এবার সচির কথা বলি। তাকে আসলে আমার বন্ধুর মত মনে হয় না।

আমি তার সাথে কখনো গুরুত্বপূর্ণ কোন কথা share করিনি। করতে চাইলেও কোন এক অদ্ভুত কারণে তা করে উঠতে পারিনি। তাকে আমার মূলত teacher এর মত মনে হয়। একারণে মনে হয় তার কাছে আমি free হতে পারিনি। তবে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

আমি এর জন্য তার কাছে কৃতজ্ঞ। শেষ করি বর্তমান একজনকে দিয়ে। তার নাম শুভ। ছেলেটা একটু বোকা তবে পরিশ্রমী। সে এখন পর্যন্ত যথার্থ বন্ধু।

তবে ক এমন হয়ে থাকতে পারবে কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।