আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসি বন্ধুরা!!

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

প্রচন্ড সুখী আজ!যত কুয়াশা ছিল,যত আধাঁর- গতকাল সব কেটে গেছে,মুছে গেছে!শান্তি পাচ্ছি এখন খুব!গত ক’টা দিন যে কতটা দুঃখে ছিলাম,কষ্টে ছিলাম,ভাবাই যায় না। কী এক পঁচা ঝড় এসে আমাদের সবার সুখটুকু মুছে দিয়েছিল। সবাই খুব কষ্ট পাচ্ছিলাম। আমিই মনে হয় সবচেয়ে বাজে অবস্থায় ছিলাম,একেবারে বিধ্বস্ত। খাওয়া-দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিলাম,রাতের ঘুমটুকুও।

শেভ করিনি দিন ক’টাতে। সেই মানসিকতাই ছিল না। মুখের যা হাল!চোখদুটো গর্তের ভেতর,আর সেখানে উদ্ভ্রান্ত দুটো চোখ। বিশ্রী কান্ড!মনে হচ্ছিল আমি একেবারে পরাজিত,ধ্বসে গেছি আমি। ঘরের ভেতর সারাদিন-সারারাত!রাত বেশী হলে ছাদের ধার ঘেষে বসে থাকতাম।

সম্পর্কগুলো আমাকে এত্ত কষ্ট দেয়!উফ!লজ্জিত হচ্ছিলাম খুব নিজের কাছে। কী যে হচ্ছিল কিচ্ছু বোঝতে পারছিলাম না,সব্বাইকে খুব স্বার্থপর মনে হচ্ছিল!ঘৃণা হচ্ছিল তাদের প্রতি,যারা আমার ওই অবস্থার জন্য দায়ী ছিল,আমার বন্ধুগুলোকে দূরে সরিয়ে দিয়েছিল আমার থেকে। আর কী যে ক্লান্ত ছিলাম! তারপর কতগুলো-কতগুলো সময় পার হয়ে আমাদের সবার মনের সেই বিষাদ কেটে গেছে,সবাই শুদ্ধ হলাম সব পাপ থেকে,সব কষ্ট থেকে। সেই ভুলটা মুছে দিয়ে আবার পুরোনো বন্ধুত্বে জড়ালাম সবাই,আমরা বন্ধুরা!আহ,কী উষ্ণ বন্ধুত্বের ছোঁয়া!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.