আমাদের কথা খুঁজে নিন

   

আরিফের মাকে বাঁচাতেই হবে ...



কার্টুনিস্ট আরিফের মা ভীষণ অসুস্থ। তাকে বাঁচাতে হলে অর্থের প্রয়োজন। অর্থের অংকটা বিপুল নয়। তবে আরিফের মতো একজন তরুণ কার্টুনিস্টের পক্ষে এই অংকটা জোগাড় করা রীতিমতো অসাধ্য। এই ঘটনা যদি আমার মায়ের ক্ষেত্রে ঘটতো, তাহলে আমিও একই বিপদে পড়তাম।

এবং আমি জানি, আরিফ আমার মাকে বাঁচাতে এগিয়ে আসতো, ফেসবুক, ব্লগে লেখালেখি করতো। বাংলাদেশে মোটা দাগে দুটি দল রয়েছে, শাসক আর শোষিত। আমরা শোষিত। আমি আরিফের মায়ের জন্য সকলের কাছে হাত পাতছি। কোনও ধনী লোকের কাছে আমি সাহায্য চাইছি না।

আমি সাহায্য চাইছি, আমাদের মতো যারা গরীব, তাদের কাছেই। বাংলাদেশে আমাদের মতো যারা খেঁটে খাওয়া গরীব তরুণ আছে, তাদের একটা অংশ যদি এগিয়ে আসে. তাহলে কয়েক মিনিটের মধ্যেই ব্যাপারটার সুরাহা হয়ে যায়। আমাদের সকলের খুব ক্ষুদ্র একটা প্রয়াস, একটা মায়ের জীবন ফিরিয়ে দিতে পারে। এটা অনেক বড়ো একটা ব্যাপার। আমাদের মাথার উপর কোনও মন্ত্রী মিনিস্টার নেই, আমাদের ছায়া দেবে এমন কোনও বড় প্রতিষ্ঠান নেই, কিন্তু আমাদের জন্য আমরা সকলে আছি।

সকলের এই সম্মিলিত শক্তি অনেক বড়ো শক্তি, বিশ্বাস করুন। কাজেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের যে কারও ব্যক্তিগত বিপদকে মোকাবেলা করতে হবে , আমাদের মতোই সামান্য মানুষদের একত্রিত হয়ে। আরিফকে সাহায্য করার জন্য কারও মহত হবার প্রয়োজন নেই। বরং সকলে যদি স্বার্থপরের মতো চিন্তা করি , তবুও সমস্যার একটা সমাধান হয়।

সকলে যদি চিন্তা করি এই বিপদটা একদিন আমারও হতে পারে, আজ আমি যদি অন্যের বিপদে পাশে দাঁড়াই, তাহলে অন্যরাও একদিন আমার বিপদে আমার পাশে দাঁড়াবে। আমি ভীষণ স্বার্থপর মানুষ , আমি এই চিন্তা থেকেই, আরিফের পাশে, আরিফের মায়ের পাশে দাঁড়াচ্ছি। আমার এই বিশ্বাস আছে, একদিন আমার বিপদেও কেউ একজন কলম ধরবে, কেউ কেউ এগিয়ে আসবে, অনেকে সাড়াও দেবে। আপনার সাহায্য সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, প্লীজ, এই ঠিকানায় পাঠিয়ে দিন ... Arifur Rahman Dutch Bangla Bank Shazadpur Branch Savings Account No-157-101-8319


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.