আমাদের কথা খুঁজে নিন

   

কার্টুনিস্ট আরিফের মা হাসপাতালে। এই মাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিন (আপডেট)

দেশের সম্পদ দেশেই রাখুন

কার্টুনিস্ট আরিফের মা এখন হাসপাতালে চিকিৎসাধীন । বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আরিফের মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার দরকার । তা না করতে পারলে আজীবন তাকে ডায়ালাইসিস করে যেতে হবে আর সপ্তাহে দুই দিন সেটা করতে প্রয়োজন হবে আরো বেশি টাকার । কিন্তু আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান সম্ভব । সামান্য সাহায্য একজন মা আবারো সুস্থ হয়ে উঠবেন, আবারো আমাদের প্রেরণা দিবেন ।

গত কয়েকদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই টাকা সংগ্রহ করার জন্য । আমারব্লগ ছাড়াও অন্যান্য ব্লগের ব্লগাররাও এগিয়ে এসেছেন । এখন পর্যন্ত কত টাকা সংগ্রহ হয়েছে সেটার একটা আপডেট দেয়ার জন্য এ পোষ্ট । টাকার পরিমাণটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ স্বচ্ছতা থাকতে হবে । কোন রকম ভুল বুঝাবুঝির সৃষ্টি যেন না হয় তাই এটা করা হচ্ছে ।

আরিফের একাউন্টে জমা হয়েছে ----- ৪৯৩১৩.৫৩ টাকা মুক্তমনার পেপ্যাল একাউন্টে জমা হয়েছে ----- ১৭২৫.০৩ $ USD আমার একাউন্টে জমার পরিমাণটা জানিয়ে দিই : স্বপ্নমগ্ন ফারজানা ----- ৫০০০টাকা ড. এবিএম নাসির ---- ১০০০০টাকা কাঠমোল্লা ---- ৪০০০০টাকা আজিজুল হক ----- ১৯৯১৪ টাকা সর্বমোট---- ৭৪৯১৪ টাকা এ ছাড়াও তুষার গায়েন ১৫০ $ USD । দুঃখের বিষয় এখনো আমরা অর্ধেক টাকাও সংগ্রহ করতে পারিনি । অর্থ সংগ্রহে দেশের কার্টুনিস্টরা আর বাংলাদেশ কার্টুনিস্ট রাইটস নেটওয়ার্ক একযোগে ঢাকার চারুকলার বিপরীতে "ছবির হাট"-এ আগামী ১ অক্টোবর দুপুর দেড়টা থেকে একটি চ্যারিটি কার্টুন প্রদর্শনীর ব্যবস্থা করেন এবং তা সফলভাবে শেষ হয় । পরবর্তীতে ঢাকার অন্যান্য জায়গায়ও কার্টুন প্রদর্শনী করা হবে । যা পরবর্তীতে জানানো হবে ।

যারা সরাসরি সহযোগীতা করতে চান তারা নিচের যেকোন একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন । মুক্তমনার পে-প্যাল একাউন্ট তুলে নেয়া হয়েছে । তাই প্রবাসীদের কাছে আহ্বান থাকবে মানিগ্রাম/ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাতে । কার্টুনিস্ট আরিফের একাউন্ট Account Name : Arifur Rahman Account No : 157-101-8319 Dutch Bangla Bank Ltd. ডাচ-বাংলা ব্যাংকে টাকা জমা দিতে গেলে আলাদা অনলাইন চার্জ দিতে হয় । এছাড়া বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলে দেরি হয় ।

এক্ষেত্রে যে কেউ আমার স্টান্ডার্ড চার্টাড ব্যাংকে টাকা জমা দিতে পারেন । কোন চার্জ লাগবে না । প্রতিটি টাকার হিসাব ব্লগে প্রকাশ করা হবে । টাকা জমার আগে আমাকে একটা মেইল করে দিবেন । এ ।

অথবা ফোন করবেন ০১৭১৩৪৫৪৩৯৮ কিংবা ০১৮২১৩৯৩৫৪৪ নাম্বারে । Account Name : Mahmudul Hasan Account No : 18-3094782-01 Standard Chartered Bank -------- বিদেশ থেকে কেউ যদি মানিগ্রামে/ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাতে চান তবে এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন । এ । অথবা ফোন করবেন ০১৭১৩৪৫৪৩৯৮ কিংবা ০১৮২১৩৯৩৫৪৪ নাম্বারে । টাকা পাঠাতে হলে নাম হিসেবে ব্যবহার করবেন : Mahmudul Hasan পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র উভয়ই আছে ।

তাই সহজেই টাকা সংগ্রহ করা যাবে । ----- ঢাকার বাহিরের কেউ যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে আরামদায়ক মনে না করেন তবে তাদেরকে অনুরোধ করবো "এস.এ পরিবহণ" অথবা "সুন্দরবন কুরিয়ার" ব্যবহার করতে । এ ক্ষেত্রে টাকা পাঠাতে হবে নিচের নিয়মে । রুবেল ০১৭১৩৪৫৪৩৯৮ ঢাকা উত্তরা শাখা "এস.এ পরিবহণ" অথবা "সুন্দরবন কুরিয়ার" টাকা পাঠানোর আগেই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবেন । কারণ স্বচ্ছতার একটা বিষয় আছে ।

সেসাথে ব্লগে সবাইকে জানাতে হবে আপডেট । সবার সহযোগীতা আমাদের একান্ত কাম্য । সেসাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এগিয়ে আসার জন্য । ধন্যবাদ সবাইকে । ------------------------ ইহা একটি কপি-পেষ্ট পোষ্ট।

ফেসবুকে দেখে সবার সাথে শেয়ার করলাম। মূল লেখকঃ মাহমুদুল হাসান রুবেল ফেসবুক লিঙ্কঃ Click This Link মূল লেখা এখানে : Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.