আমাদের কথা খুঁজে নিন

   

বিকেলের ডানা ভাঙ্গা রোদে তোমার সোনালী উজ্জ্বল মুখ



বিকেলের ডানা ভাঙ্গা রোদে তোমার সোনালী উজ্জ্বল মুখ, আমি অবাক হয়ে দেখি, আদি পুরুষের প্রথম সন্ত্রস্ত রাতের পরে নতুন সূর্য দেখার মতো। তোমার মুখেই আমি অবলোকন করি পৃথিবীর সকল সৌন্দর্য, প্রেরণার গূঢ় উৎস, ধ্র“পদী সংগীত, জীবনের কার্য ও কারণ। বিকেলের ডানা ভাঙ্গা রোদে তোমার সোনালী উজ্জ্বল মুখ; বিকেলের হাল ভাঙ্গা রোদে তোমার মায়াবী নির্মল মুখ; আমাকে নিয়ে যায় বাতাসের ঢেউয়ে ছুটে চলা, নীল আকাশের পরশ পাওয়া তুলোট মেঘের ভেলার মত স্বপ্নের গভীরতম উষ্ণতায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।