আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুন বিকেলের আলো

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

সতেরর ভীষণ জ্বলন্ত বেলা গড়িয়ে কখন বিকেল নেমে আসে ক্ষীন থেকে ক্ষীনকায় স্রোতে, গমক্ষেতে তীব্র সবুজ ঢেউ - উত্তাল এলোমেলো । শিকড়ের বন্ধন বড় বেশী বেমানান আজ। অজ্ঞাত যন্ত্রনা প্রসব করে অকারন হিংস্রতা শুধু । বন্ধ কাঁচের জারে ডানাভাঙা প্রজাপতি অক্ষম আহত ডানা নেড়ে অবশেষে হালছাড়ে , অবশিষ্ট অপেক্ষা থাকে জীবনের অন্যপাড়ে- অন্তিম শান্তি পারাবার। অসীম ক্ষমতা বুকে চুপচাপ সবুজের একটু উপরে আকষ্মিক শিমুলের আগ্রাসী রং। অনাবিস্কৃত হাহাকার সাথে করে বাতাবী ফুলের ঘ্রাণ মিশে যায় রক্তের স্রোতে । সেই থেকে তুমুল সতের বুঝে নেয় প্রিজমের একফোঁটা লাল । ***************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।