আমাদের কথা খুঁজে নিন

   

ফূলের নাম - Lily of the Valley

রাজা
এই যে পুচকি, এইটা আমাগো জেরী খুব ভালো মেয়ে। যে ফুলটার দিতে অবাক হইয়া চাইয়া আছে এই ফুলটারে ধরা হয় বসন্তের সুবাস হিসাবে। নাম Lily of the Valley বৈজ্ঞানিক নাম Convallaria majalis এটি Liliaceae পরিবারে একটি উদ্ভদ। অন্যান্য নামের মধ্যে May lily, May bells, lily constancy, ladder-to-heaven, male lily, and muguet উল্লেখযোগ্য। এটি আবার Our Lady's Tears নামেও পরিচিত - কিছু উপকথা ... খ্রিষ্টীয় মতে আদমের সাথে ইভ যখন স্বর্গ থেকে বিতারিত হয় তথন এটি ইভের অশ্রু থেকে সৃষ্টি হয় বিধায় এর নাম Our Lady's Tears ক্যাথলিকদের মতে Our Lady বলতে মা মেরী কে বুঝায় এজন্য একে Mary's tears (মেরীর অশ্রু) নামেও ডাকা হয়। আরেক উপকথায় Lily of the Valley এর জন্ম Saint Leonard of Noblac ও ড্রাগনের যুদ্ধে Saint এর রক্ত থেকে । চমৎকার দর্শন এই ফুলটি আমার পছন্দ হইছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.