আমাদের কথা খুঁজে নিন

   

স্তব্ধতা...

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
বিবাগি এই রাতে, জড়িয়ে মেঘের পালকে স্তব্ধতা এসে ধরা দেয়, আমার বিনার তারে। বিরোহী মনে আজ, বিষাদের আনাগোনা সুখের পাখিরা কেন, হারালো সিমানা। মহুয়ার বনে কত, ফুটে ছিল ফুল জানিনা কেন গেলে, কিযে ছিল ভুল। কত সুখে আছো তুমি, তাও জানিনা শূন্যতায় ভরে আছে, আমার আঙ্গিনা। স্মৃতির প্রদিপ জ্বেলে, বেঁচে আছি আজো বরষার বরিষনে, যদি ফিরে আসো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।