আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবান ট্র্যাজেডি-প্রিয় বন্ধু তাশদীদ রেজোয়ান মুগ্ধ ও তরিকুল ইসলাম সুজনের চিরবিদায়, কান্না ও শোকে স্তব্ধতা: আহত দুখী মানব ও মাইনুলের জন্য ভালোবাসা

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে! মৃত্যুর সংবাদ নিয়ে পোস্ট লিখতে হবে ভাবিনি। ঘাতক সড়ক, অদক্ষ চালক, তাদের সহয়োগী ঘাতক রাষ্ট্রীয় প্রশাসনের কারণে গভীর মর্মবেদনা নিয়ে লিখতে হচ্ছে। বান্দরবানে শনিবার ১৪.০১.১২ সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের সাথে কয়েকজন ভ্রমন পাগল আমার একজন প্রিয় মানুষও ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ব্লগার দুখী মানব বলে আমরা যাকে জানি, সেই সালেহীন আরশাদিও মারাত্মকভাবে আহত হয়ে প্রথমে বান্দরবান হাসপাতালে.. সাথে তখন ট্রাভেলারস অব বাংলাদেশের প্রিয় মুখ তাশদীদ রেজোয়ান মুগ্ধ এবং মাইনুল হাসপাতালে আশংকাজনক ভর্তি হয়। .....এর মাঝে মুগ্ধ ইতোমধ্যে চলে গেছে না ফেরার দেশে।

মাইনুলকে বান্দরবান থেকে সরাসরি ঢাকায় আনা হয়েছে রোববার রাতে। দুখী মানব সালেহীনকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় অ্যাপোলোতে আনা হয় গত রোববার। সবার প্রতি অনুরোধ ..তাদের জন্য দোয়া করবেন..এই তাজা প্রাণগুলো আমরা হারাতে চাই না। বান্দরবানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাভেলারস অব বাংলাদেশের ভ্রমণের নেশা যাদের সঙ্গী ৪ জন সদস্য মারাত্মকভাবে আহত হন। তরিকুল ইসলাম সুজন ভাই ঘটনাস্থলেই মারা যান।

এরপরই দুখজনকভাবে আরেক প্রিয় মুখ, বন্ধু তাশদীদ রেজোয়ান মুগ্ধ সে ও চলে গেছে। তাশদীদ রেজোয়ান মুগ্ধর ফেসবুক প্রোফাইল সকালে ঘুম থেকে উঠে এ অকল্পনীয় শোক সংবাদ শুনতে হবে ভাবি নাই। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই প্রাণপ্রিয় তাজা দেহটি আর নেই! কেওক্রাডং চূড়ায় বন্ধু সুজন..... তরিকুল ইসলাম সুজনের ফেসবুক প্রোফাইল কত কথা বলার ছিল...একসাথে বরিশাল যাবো বলে কত কিছু ঠিক করেছিলাম। ঢাকায় আসলেই যাবো কথা ছিল.... কিন্তু সুজন ভাই ফাঁকি দিয়ে নিজেই চলে গেলে একা দূরের দেশে..... সুজন ভাই আপনি এভাবে চলে যেতে পারেন না।

...ঘুমের ঘোরে..জেগে প্রতীক্ষায় এখনো...সুজন ভাই নেই মানতে চাই না.....খবরটি কেন এমন হয় না,,,,,,,,.গুরুতর আহত সুজন বেঁচে আছে......কিন্তু চিরবিদায় নিয়ে চলে যাওয়া সুজন ভাইকে আর দেখতে পাবো না... দুর্ঘটনার সংবাদের বিডি নিউজ লিংক অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ট্রাভেলারস অব বাংলাদেশ ‍(টিওবি) পরিবার গভীরভাবে শোকাহত। তাশদীদ রেজোয়োন মুগ্ধ ও তরিকুল ইসলাম সুজনের আত্মার মাগফেরাত ও দোয়া চাই। আহতদের দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। সবার কাছে দোয়া প্রাথী। __________________________________________________ ................................................................................................... আপডেট -১৪ পরিবারের সদস্য ও বন্ধু শুভাকঙ্খীদের আন্তরিক প্রচেষ্টায় মাইনুলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কিছু ডায়াগনসিস এখনো চলছে। কোমরে ও পায়ের আঘাত সম্পর্কে ডাক্তাররা এখনো স্পষ্ট করে বলেননি। আশা করা যায়, দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। ডাক্তাররা বলছেন, বড় ধরনের কোনো আশংকা দেখছেন না তারা। দুখীমানব হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।

দুখীর অবস্থার উন্নতি হচ্ছে। সেদিনের দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া নুরুল হুদা খান টিপুর আশংকাজনক অবস্থা এখনো কাটেনি। তিনিও অ্যাপোলোতে ভর্তি আছেন। তার ব্যাপারে ডাক্তারদের বক্তব্য জানা যায়নি। আপডেট-১৩ অত্যন্ত দুখজনকভাবে গত প্রায় ৩ দিন ধরে সোহরাওয়াদী হাসপাতালে মাইনুল জরুরি বিভাগের ২ নং ওয়ার্ডে পড়ে আছে।

এক্সরে, ডায়াগনসিস ও অন্যান্য ট্রিটমেন্ট সঠিকভাবে না পাওয়ায় তার অবস্থা খারাপ। এখনি দ্রুত ভালো চিকিতসার ব্যবস্থা না নিলে সারাজীবন পঙ্গুত্ব নিয়ে বাঁচতে হবে। কিন্তু হাসপাতালে মাইনুলের বাবার বন্ধু এক ডাক্তারের নির্লিপ্ততা, অসহযোগিতা ও পরামর্শের কারণে এবং তার বাবার কিছুটা ভয় ও অনিচ্ছার কারণে মাইনুল এখনো আশংকাজনক অবস্থায়। মাইনুলের বাবার বন্ধুর নাম ডাক্তার আব্বাস, অর্থোপেডিক্স। কেউ কি একটু সাহায্য করতে পারেন সুচিকিতসা ও তার বাবাকে রাজি করাতে, যাতে অন্যত্র নেয়া হয় প্রয়োজনে।

তার কিছু বন্ধু ও শুভাকঙ্খী সেখানে থাকলেও তারা ক্রমাগত চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন...কিন্তু কিছু একটা করা জরুরি.. প্লিজ আপডেট - ১২ ১৭.০১.২০১২ - মঙ্গলবার এই মাত্র (সকাল ১০.৩০ মি তারিকুল আলম সুজন এর দাফন সম্পন্ন হয়েছে বরিশাল গোরস্থানে। আল্লাহ যেনো ওনাকে বেহেশতবাসী করেন এই দোয়াই করবেন সবাই। হাসপাতালে যেমন আছে দুখী মানব সালেহীন হাসপাতালে এ অবস্থায়ও চিরচেনা হাসি আপডেট - ১১ আগামী কাল ১৭.০১.২০১২ মঙ্গলবার সকাল ১০ টায় তারিকুল আলম সুজন এর নামাজের জানাজা বরিশাল গোরস্থান মসজিদ ( আঞ্জুমান মফিদুল ইসলাম এর মাঠ) এ অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় অংশগ্রহন ও তার আত্মার মাগফেরাতের জন্য দোয়ার অনুরোধ রইল। আপডেট - ১০ সোমবার, বেলা ১টা।

দুখী মানবকে কেবিনে নেওয়া হচ্ছে। তার অবস্থা এখন উন্নতির পথে। ডাক্তারগন বলেছেন তার পেলভিক্স এর মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। এছাড়া তার আর তেমন কোন ইন্টারনাল ইনজুরি হয় নি। আজ থেকে তাকে লিকুইড খাবার খেতে দেওয়া হবে।

ফ্র্যাকচারের জন্য এখনি কোন অপারেশন না করে ট্রাকশন দেওয়ার কথা বলেছেন ডাক্তারগন। ডাক্তারগন আরো জানিয়েছেন দুখী মানবের পুরোপুরি সুস্থ হওয়টা বেশ সময় নির্ভর। মাইনুল: বর্তমানে সে সহরোওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পা ভেঙ্গে গিয়েছে। এছাড়াও তার কিছু ইন্টারনাল ব্লিডিং এর কারনে চোখ রক্তের মত লাল হয়ে আছে প্রথম দিন থেকেই।

ডাক্তারগন বলেছেন তার অবস্থা উন্নতির দিকে। এবং প্রচন্ড সাহস ও মনোবলের কারনে সে দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। আপডেট - ৯ দুখি মানব কে এ্যাপোলো হাসপাতালের ৩ তলার আই সি ইউ-তে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষন এর জন্য। সিটি স্ক্যান রিপোর্ট এসেছে। সেখানে আল্লাহর রহমতে কোন হেড ইনজুরি পাওয়া যায় নি।

তবে পেলভিক্স এর বেশ কয়েকটি হাড় ভেঙ্গে গিয়েছে। আজ সোমবার সকালে ডাক্তারদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুখি মানবের পরবর্তী চিকিৎসা কার্যক্রম কি হবে। সকলের দোয়া কামনা করছি। আপডেট - ৮ দুখির ডায়াগনসিস এখনো চলছে। রিপোর্ট এখনো আসেনি।

দুখি কথা বলতে পারছে তবে অনেক কষ্ট হয়। দুখির কোমরের (পালভিক্স) হাড় ভেঙ্গে গিয়েছে। সেই সাথে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ডাক্তার রক্ত এখনি দেবার কথা না বললেও ডোনার কে উপস্থিত থাকতে বলেছেন। যেকোন সময় রক্তের প্রয়োজন হতে পারে।

এ্যাপোলো হাসপাতালে বর্তমানে ট্র্যাভেলারস অব বাংলাদেশ এর বেশ কয়েকজন সদস্য ও ডোনার উপস্থিত রয়েছেন। আপনাদের মাঝে যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ তারা অনুগ্রহ করে ফোন নম্বর ও নাম টা এই ইমেইল এড্রেস এ পাঠাতে অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজন অনুযায়ী সাথে সাথেই ফোনে ডোনারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। আপডেট - ৭ কিছুক্ষন আগে দুখি কে এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে এখন ইমারজেন্সি তে আছে।

তার এক্সরে, সিটি স্ক্যান সহ অন্যান্য ডায়গনসিস চলছে। রিপোর্ট এখনো এসে পৌছায়নি। আপডেট/৬ দুখি কে এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। রক্তের গ্রুপ এ পজিটিভ।

যারা রক্তদিতে আগ্রহী তাদের এই ইমেইল এ ফোন নাম্বার ও নাম টা পাঠানোর অনুরোধ করা হচ্ছে। দিপ : ০১৭১৪১১০০৪৯ মাইনুল কেও ঢাকায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে ওকে সহরোওয়ার্দী হাসপাতালে ভর্তির চিন্তা করা হচ্ছে। ওর অবস্থা দুখির মত সংকটাপন্ন না হলেও অবস্থা খুব একটা ভালো না। ওর বাইরে তেমন কেন ইনজুরি না হলেও ইন্টারনাল ইনজুরি আছে।

মুগ্ধ কে আজিমপুর কবরস্থান এ দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর ওনার বাসার পাশেই অবস্থিত গাবতলা মসজিদে জানাজা পড়ানো হয়। এর পরই ওনাকে নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। আল্লাহ যেনো ওনাকে বেহেশতবাসী করেন এই দোয়াই করবেন সবাই। অন্য সঙ্গী সুজন এর মরদেহ এখনো বরিশালে তার পরিবারের কাছে আছে।

ওর ভাই আয়ারল্যান্ড থেকে আজ এসে পৌছাবে। কাল সকালে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। আপডেট-৫ দুখী মানবকে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে। ঢাকা অ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনো ইন্টারনাল ব্লিডিং চলছে।

প্রচুর রক্ত লাগবে। এ পজিটিভ। এখন কুমিল্লার দিকে আছে। মুগ্ধর জানাযা ঢাকায় হয়েছে। আজিমপুর গোরস্থানে একটু পরে মুগ্ধকে দাফন করা হবে।

সুজন লাশ বরিশাল নেয়া হয়েছে। আজকে আসর নামাজের পর জানাযা হবে কাল। ভাইসহ আত্মীয় স্বজন আজকের মধ্যে আসবেন। আরেক ভ্রমণসঙ্গী মাইনুল এখনো বান্দরবানে রয়েছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে।

তাকেও আজকের মধ্যে ঢাকায় স্থানান্তর করা হবে। আপডেট-৪ দুখীর অবস্থা উন্নতির দিকেই। সিএমসিতে বন্ধু, ব্লগার, শুভাকাঙ্খী অনেকেই আছেন। দুখীকে রক্ত দিতে হচ্ছে এখনো। সবার কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থী।

তরিকুল ইসলাম সুজনের লাশ বরিশালে নেয়ার পর কালকে জানাযা হবে। লাশ নিয়ে সকালের আগেই পৌঁছানের কথা। জানাযার সময় এখনো ঠিক হয়নি। তাশদীদ রেজোয়ান মুগ্ধর লাশ নিয়ে বন্ধু ও স্বজনরা প্রায় আর্ধ ঘন্টা আগে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। লাশ সকালের মধ্যে পেীঁছালে দুপুরে জানাযা হবে।

আপডেট-৩ দুখীমানব অবস্থা কিছুটা উন্নতির দিকে। রক্ত দিতে হচ্ছে প্রচুর। ঝুকি কম। মাইনুল অবস্থাও স্থিতির দিকে। তবে এখনো আশংকাজনক।

সুজনের লাশ নিয়ে স্বজনরা বরিশাল সদরে গ্রামের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন। আপডেট-২ দুখীমানব এখন চট্রগ্রাম মেডিকেল হাসাপাতালে আছে। রক্তের ব্যবস্থা হয়েছে। চিকিতসা চলছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

¨ বান্দরবান থেকে চট্রগ্রাম মেডিকেলে আনার পথে দুখী মানব। দুখীর বন্ধু মাইনুল এখনো বান্দরবান জেনারেল হাসপাতালে আছে। অবস্থা অপরিবর্তিত। চিকিতসা চলছে। আপডেট-১ আমার আরেক বন্ধু তাশদীদ রেজোয়ান মুগ্ধ, সরকারি ডাক্তার, সেও চলে গেছে চিরবিদায় নিয়ে আর শুনবেনা কেউ মুগ্ধর ডাক।

রোগী দেখতে দৌড়ে এখানে- সেখানে ছুটবে না সে...... =সুজন ও মুগ্ধর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি= ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।