আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যুক

"বাউল মানুষ"

মিথ্যুক পিওতর, তুমি আমাকে একদমই ভালোবাসো না! - এ তুমি কী বলছ, কাতিয়া! তুমি আমার পায়রা, আমার আদরের সূর্য, আমার প্রিয়তমা, আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মেয়ে তুমি, তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। - তুমি কিন্তু আমার প্রতি ইদানীং খুব শীতল আচরণ করছ। মনে হয়, তোমার ভালোবাসা দূর হয়ে গেছে। - দূর হয়নি, কাতিয়া। যতই দিন যাচ্ছে, ততই আমি তোমাকে আরও গভীরভাবে ভালোবেসে ফেলছি।

তোমাকে ছাড়া কী করে যে বাঁচব, ভাবতেই পারি না। - আমার তুলনায় ভেরা একেবারেই কুশ্রী, তাই না? - কুশ্রী বললে কম বলা হয়, বলা উচিত কুৎসিত, কদাকার, বীভৎস। - তার পরও বলব, তুমি আমাকে ভালোবাসো না। - কেন, কেন তুমি এমনটি ভাবো, বলবে? - জানি না। শুধু জানি, তুমি আমাকে ভালোবাসো না।

খামোখা তর্ক কোরো না। করলে আমি কিন্তু কেঁদে ফেলব। - কেঁদো না কাতিয়া। তুমি রূপসী, তুমি অনন্যা, তুমি অপরূপা। - অথচ তুমি আমাকে ভালোবাসো না।

আমি চাই, তুমি এক্ষণই স্বীকার করবে যে তুমি আমাকে ভালোবাসো না। - মূর্খের এই প্রলাপটা আমি আওড়াই, তুমি সেটাই চাও? - খু-উ-ব চাই। - ঠিক আছে, তোমার কথামতোই সব হোক: আমি তোমাকে ভালোবাসি না। - দেখলে তো! আমি তোমাকে বলেছিলাম না, তুমি আমাকে ভালোবাসো না? আর তুমি বলছিলে: ভালোবাসি, ভালোবাসি! মিথ্যুক কোথাকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।