আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যুক



কিছু কিছু মানুষ আছেন যারা কখোনই সত্য মেনে নিতে চান না। গায়ে মানে না আপনিই মোড়ল টাইপ। যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত(!) চেয়ারম্যান। বিষয়টি এমন, গতকাল বি.বি.সি এর কাছে সে কোনমতেই নিজের ভুল মেনে নেন নি। বলেছেন আইলায় বেরীবাধ ভাঙ্গার পেছনে লোকাল জনগনই নাকি দায়ী।

কিন্তু তিনি এবং তার শিষ্যরা যে বেরীবাধ তৈরীর সময় যে চুরিটা করেন ,তা কোনমতেই মেনে নেন নি। যে অভিযোগ করেছে আইলা আক্রান্ত হতভাগা লোকজন। তারা বলেছেন "আমরা ত্রান চাইনা,শক্ত-অভঙ্গুর বেরীবাধ চাই। " আমরাও আইলা আক্রান্ত হতভাগা লোকজনের সাথে একই দাবী করি। আর চাই পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মত মিথ্যুক লোকদের যথাযথ বিচার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।