আমাদের কথা খুঁজে নিন

   

কিলা কিতা সিস্টেম????? একটি মগবাজার প্রডাকশন!!!!

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

সামু ভাইরে কি মাঝে মাঝে ভূতেও কিলায় নাকি?? একবার পঠিত লেখা দুই জনের কেমনে ভালো লাগে?? কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলাম সেই পোস্টে দেখলাম এই অবস্থা। টেকনোলোজিও মাঝে মাঝে ফেইল মারে। কিলা কিতা সিস্টেম????? যাইহোক এ পোস্টের শানে-নুজুল হচ্ছে আমরা সবাই অত্যধিক টেকনোলোজি নির্ভর। আমরা সাইন্স আর বিঞ্জানরে বিশ্বাস করি সাংঘাতিক রকমের। (বিঞ্জান বানানটা কেমনে লেখে এখনো শিখতে পারিনি, কেউ সময় পেলে একটু শিখিয়ে দিয়েন।

ধন্যবাদ ফ্রি পাবেন)। আর বিশ্বাস করি ছাপার অক্ষর। পোস্ট দিয়েই বলে আমার রেফারেন্স অমুক পত্রিকা, আমার রেফারেন্স তমুক বই। তাই এসব সাইন্স-টাইনস, সাহিত্য-মাহিত্য, ইতিহাস-টিতিহাস বাদ দিয়া মানুষকে জানি, মানুষকে বুঝি এবং সামজিক হই। ইহা একটি মগবাজারি প্রযোজনা।

নেপথ্যে আছেন: গ আযম ম নিজামী আ মুজাহিদ ক জামান ক মোল্লা ও আমি উপপাদ্য


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।