আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ইনভিজিবল চ্যাটিং

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

আমরা ফেসবুক ইউজাররা যারা ম্যাক্সিমাম সময়টাই ফেসবুকে কাটাই, তারা চ্যাটিংএর কাজটা সেখানেই সেরে নেই, সাধারনত লগইন করলেই আমরা চ্যাটরুমে লগইন হয়ে যাই, যার ফলে আমাদের লিষ্টেড সব ফ্রেন্ডরাই টের পেয়েযায় আপনার ফেসবুকে সময় কাটানোর খবর। যেটা কিনা অনেক সময়ে অস্বস্তির কারন হতে পারে (গার্লফ্রেন্ড বা বউয়ের কাছে)। সাধারনত এ অবস্থা থেকে মুক্তির জন্য গন হার Chat > Option এ গিয়ে Go Offline করে দিলে কারো আর বোঝার সাধ্য নেই যে আপনি ফেসবুকে আছেন কি নেই। কিন্তু স্পেছিফিক কাউকে ইগনোর করতে বা শুধু মাত্র স্পেছিফিক কারো সঙ্গে চ্যাট করতে চাইলে এই গন পদ্ধতী কোন কাজে আসবে না। এর সমাধান হচ্ছে ফ্রেন্ডলিষ্ট তৈরী। মারাত্বক সহজ একটা জিনিষ..........যাষ্ট নিচের ছবির মতো এভাবে নতুন লিষ্ট তৈরী করে যাদের ইগনোর করতে চান তাদের ড্রাগ করে সেই গ্রুপের মধ্যে দিয়ে দিন। এখন নীচের ছবিতে লক্ষ্য করুন, গ্রুপগুলোর ডান পাশে সবুজ/গ্রে কালারের একটা আইকন আছে, সেখানে ক্লিক করে যেকোন একটি গ্রুপ/লিষ্ট এর কাছ থেকে আপনি অফলাইন/অনলাইন হয়ে যেতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.