আমাদের কথা খুঁজে নিন

   

কপিপেষ্ট ব্লগার পোষ্ট টাঙগানোর সহজ উপায়



আজ এই ব্লগে দৈনিক পত্রিকার সংবাদ কপি করে পেষ্ট করা একটা পোষ্ট দেখলাম। Click This Link কাজটা বেশ সহজ, লেখার কোন কষ্ট না করেই এটাকে "পোষ্ট" দাবি করে ব্লগে হাজির হওয়া যায়। আমার বিচারে লেখা দুই ধরণের। একটা, প্রচার প্রপাগান্ডা যাকে ক্যাম্পেইন বলে সেই কাজ। আর দ্বিতীয়টা, নিজের ভাবনা সবার সামনে মেলে ধরা।

আমার স্বল্প দেখা সামহয়ারে প্রথম ধরণের কাজের ব্লগারই সবচেয়ে বেশি। অর্থাৎ এরা ক্যাম্পেইনার, ব্লগ এই মিডিয়াকে এরা তাঁর ক্যাম্পইনের সুবিধাজনক পাত্র হিসাবে ব্যবহার করে; নিজের ভাবনা চিন্তার চর্চা ব্যবহার করে মানুষের চিন্তাকে আরও ভাবনা চিন্তা করার জন্য উস্কে দেবার ক্ষমতা এদের নাই। এরা নিজেও চিন্তা করতে পারে না, কাউকে চিন্তা করতে সাহায্য করতে পারে না। এটাই ওদের চিন্তার অক্ষমতার দিক। বলা যায় এই অক্ষমতাই যেন দিকে দিকে সবার মধ্যে ছেয়ে ফেলা যায় এটাই ওদের কাজ।

এই ক্যাম্পেইন বল্গারদেরই মধ্যে আরও নিকৃষ্ট উপগ্রুপ দেখা যায়- এরা কপিপেষ্ট ব্লগার। মুল ক্যাম্পেইন ব্লগাররা তবু সামান্য কিছু লেখে, চোখ বন্ধ করে পছন্দের দলের পক্ষ ষ্টেরিও মন্তব্য জুড়ে দেয়, গালাগালি সাহিত্য চর্চা করে। উপদল কপিপেষ্ট ব্লগাররা এই কষ্টটুকুও করতে চায় না। আমার বিচারে chinu_138 এধরনের এক ব্লগার। সামহয়ার যদি মনে করে প্রচার ক্যাম্পেইনকে জায়গা করে দেয়া না, মুলত মানুষের নিজের নিজের ভাবনা চিন্তাগুলোর আদানপ্রদানে অবদান ভুমিকা রাখার জন্য সামহয়ারের জন্ম, লক্ষ্য তবে অন্তত কপিপেষ্ট ক্যাম্পেইন ব্লগারদের নিরুৎসাহিত করতে পারে।

নিরুৎসাহিত করার উপায় হিসাবে পরামর্শমুলক নোটিশ দিতে পারে। যেখানে উৎসাহিত করার জন্য বলবে, অন্যের লেখার কপিপেষ্ট না করে ওর লিঙ্ক দিতে পারে। আর অবশ্যি অবশ্যি, কেন সে লিঙ্ক জুড়েছে সে কারণ ব্যাখ্যা করে কথাই খেই ধরানো মুলক দুকথা লিখতে হবে। আমার মনে হয় লেখক পাঠক গড়ে তুলার দিক থেকে একাজে সামহয়ারের কর্তব্য ভুমিকা আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.