আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাই বাংলাদেশ ........!!!



আজ সকালে অফিস আসিবার সময় বাসে এক বালক বয়সী পেপার হকার হাতে একখানা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা লইয়া স্বনামে চেচাইয়া বিক্রির পায়তারা করিতেছিল। কিন্তু বাসে কিঞ্চিত ভীড় দেখিয়া সে বেশিদুর অগ্রসর না হইয়া নামিবার উপক্রম করিতেই পশ্চাৎ হইতে এক ক্রেতা তাহাকে ডাকিয়া বসিল .......... এ্যাই বাংলাদেশ ........!!! , এ্যাই বাংলাদেশ ........!!! এই ঘটনা লিপিবদ্ধ করিতে করিতে অনরূপ আর এক দিবষের ঘটনা মনে পরিয়াছে। ঐ দিনও অফিস যাইবার কালে বাসে এক বালক বয়সী পেপার হকার হাতে পেপার লইয়া চেচাইয়া বিক্রির পায়তারা করিতেছিল। কিন্তু কেহই পেপার ক্রয় করিতে আগ্রহ প্রকাশ করিল না। তথাপি সেই হকার চেচাইয়া গলা ফাটাইতে লাগিল।

যেন পণ করিয়াছে যেভাবেই হোউক পেপার সে বিক্রি করিয়াই ছাড়িবে। কিন্তু কোন ফল হইল না। আমি বসিয়া ছিলেম একেবারে গেটের পার্শ্ববর্তী আসনে। হকার বালক নামিবার আগে স্বগোক্তিক করিয়া বলিল "হায়রে দ্যাশতো শ্যাষ। শিক্ষিত লোকজন দিনে দিনে খালি কমতেই আছে !!!" কথা শুনিয়া আমি তাহার মুখপানে চাহিয়া হাসিয়া ফেলিলাম।

উত্তরে সেও কিঞ্চিৎ লজ্জা পাওয়া হাসি উপহার দিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।