আমাদের কথা খুঁজে নিন

   

লেনোভো বিষয়ক সমস্যা

www.cameraman-blog.com/

এক বন্ধুর অনুরোধে এই পোষ্ট। মালয়েশিয়া থেকে বন্ধুটি একটা ল্যাপটপ কিনেছিলো প্রায় বছর দূ'য়েক আগে। মডেল 3000 N100 ভালই চলছিলো। কিন্তু গতকাল থেকে এক অদ্ভুত সমস্যায় পড়েছে। অফিস থেকে বেরুনোর সময় শাটডাউন দেবার পর সময় বেশী নিচ্ছে বলে ফোর্স শাটডাউন করে বেড়িয়ে যায়।

আজ সকালে অফিসে গিয়ে ল্যাপি ওপেন করার সময় বিপত্তিটা ধরা পড়লো। বায়োস এর পাসওয়ার্ড চাচ্ছে বার বার। অথচ সে কিন্তু কখনই কোন রকম পাসওয়ার্ড দেয় নাই। থাকলালে যোগাযোগ করলে ওরা মাদারবোর্ড পরিবর্তনের সাজেশন দেয়। আর এর জন্য নাকি খরচ হবে মাত্র ৩০০০০ টাকা।

শেষ পর্য়ন্ত আরেক বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন পূরোটা খূলে বায়োসের ব্যাটারী খূলে রিসেট করার। তিনি অবশ্য এটাও বলে দিয়েছেন ডেস্কটপের মতো ব্যাটারি খূললেই ল্যাপির বায়োস রিসেট হয় না। এখন পূরোটাই কপাল। আমি জানি ডেলের একটা মাষ্টার পাসওয়ার্ড থাকে। লেনোভোর কি এরকম কিছু আছে ? কোন সাজেশন থাকলে প্লিজ হেল্প করেন।

আগাম ধন্যবাদ রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.