আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোকস : ইন্টার্ন ডাঃ আর জুনিয়র মেয়েরা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়।

ইন্টার্ন পোলার আন্ডারে মেডিক্যালের জুনিয়র মাইয়া ভর্তি অইলে কেডা না খুশি অয়, সেবা কইরা মন জয়ের সুযুগ। আমিও তার ব্যতিক্রম না। ১বার এডমিশনে সোন্দর কয়টা জুনিয়র মাইয়ারে (১জন রুগী আর বাকীরা এটেনড্যান্ট) ভর্তি হইতে দেইখা খুশিতে পরাণডা বাকবাকুম কইরা উডে। মনে মনে প্রার্থনা করি যেমুন এরা আমার আন্ডারে পরে।

কিন্তু শকুনের দোয়ায় কি গরু মরে? বরাবরের মতো এইবারও সোন্দর রোগী যায় স্মার্ট এন্ড হ্যান্ডসাম গায় ফয়জুর আহমেদুজ্জামান খানের আন্ডারে। আমার মিজাজটাই বিগড়াইয়া যায় ফয়জুইরার উপরে। শালা কয়ডা সোনার চামচ মুখে লইয়া জন্মাইছে? তয় এডমিশনের পরের দিন আশার আলো ঝিলিক দেয়। ইভনিং পরে আমার। তাগো মন জয়ের এইডাই চান্স।

তয় কিঞ্চিত্ বিরক্ত অইলাম আমার লগে ইভনিং ফয়জুইরার পরছে দেইখা। পরে অবৈশ্য বিরক্তি যায় গা যহন ফয়জুইরা আমারে চান্স দেয় ঐ জুনিয়রগো কেবিন ফলোআপ দেওনের। বিরাট বড় ডাক্তরের মতো পাট লইয়া কেবিনে ঢুকি। লগে ফয়জুইরা। ভালমন্দ জিগাইয়া পালস দেখন শুরু করলাম।

দেহি আমার হাতের দিগে চাইয়াই জুনিয়র মাইয়াগুলা ১টা আরেকটার দিগে চায়। আমিও আমার হাতের দিগে চাইয়া প্রমাদ গণি আর ফয়জুইরার দিগে চাই। হাতে তঘড়িই নাইকা!এহন? ফয়জুইরারে কই- ক ত দেহি ফয়েজ ঘড়ি ছাড়া পালসের কী কী দেহন যায়? ফয়েজ কয়- এই ত ভল্যুম, কারেকটার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, রেডিওরেডিয়াল আর রেডিওফিমোরাল ডিলে... আমি : ভেরি গুড! এই ত পারছছ। আসলে ঘড়ি ছারাও পালসের বেশির ভাগ জিনিসঐ দেহন যা! ঘড়ি তেমুন জরুরি না... আড়চৌখে চাইয়া দেহি এই প্রবোধে জুনিয়র মাইয়াপাইন মোটেও খুশি হইতে পারে নাইকা। একটা ত মনে অইল বিরক্তিতে ঠোঁট মোচড় দিল।

তয় ফয়জুইরার ভাবমূর্তি মনে অয় আরো উজ্জ্বল অইয়া গেল গা। ১টু পরেই মাইয়াগুলা আমগো রুমে আইল। আমি ডরামু না খুশি হমু ঠিক করবার পারলাম না। ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাওনের মতোই তারা আমারে ডিঙ্গাইয়া ফয়জুইরার লগে আলাপ জুইড়া দিল। সব আশা শ্যাষ।

১টু পরে ফয়জুইরা আইসা কয়- তারা DORB লইয়া গ্যাছে গা। এইডারেই কয় কপাল। শ্যাষ বিদায়ডাও ফয়েইজ্যার কাছ তে নিয়া গেল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।