আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল থেকে ল্যাপীতে ফেরার আনন্দই আলাদা...একটা আরামদায়ক কোলে ফেরার মত পিরায়

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আহ! শান্তি। ল্যাপী আমার এসেছে ফিরিয়া..মজনু শরৎ চোখ মেলো, মেলো। মেইল্লা বইসা থাকো।

ঈদের একদিন পরেই দেখি আমার জানে জিগারের মুখমন্ডলে কিসের যেন দাগ। ডিসপ্লে তে সূক্ষ এক বলিরেখা। মানুষে বলি রেখা হইলে কোন সমস্যা ছিলনা। কিন্তু এ যে ল্যাপীতে...নেহীীীীীীীীীীীীীীীীীীী। জানটা ফালাফালা হইয়া গেল।

ঈদের ছুটির পর নিয়া গেলাম আইডিবি। কাকারা কয়, এই দাগ সারাইতে ১ মাস লাগবো। আমার তো মাথায় হাত, ভয়ে আমার হাত পা... জানের জান রে বলে বিদেশে চিকিৎসা করাইতে হবে। ভাগ্য ভালো ওয়ারেন্টীর মধ্যেই ছিল। এই যাত্রা বাইচ্চা গেলাম।

কিন্তু আমি ব্লগামু কই থেইক্কা। বাসার পিসি মন খারাপ কইরা বইসা আছে, সে নড়ে তো চড়ে না। শুরু করলাম মোবাইল থেইক্কা। আমার ই সিরিজের দম বাইর কইরা ফেইসবুক, সামু, টুইটার, জী মেইল, চ্যাট চলতে থাকলো। কি যে কষ্ট রে ভাই, দরজার ফাঁক দিয়া সিনেমা দেখোনের কষ্ট।

ব্লগ লেখতে পারি না, কমেন্ট করলে কইতে হয় ল্যাপী নষ্ট। কইতেও কষ্ট লাগে। আইজকা তিনি ফিরিয়া আসিলেন। ওয়ারেন্টির ইতিহাসে একটা ঘটনা সৃষ্টি করে তিনি প্রায়া ৭ দিনের মাথায় ফিরিয়া আসিলেন। আর আমিও আপনাগো সাথে কথা বলতে পারলাম মন খুইল্লা, পুরা ডিসপ্লে দিয়া।

ওহে তোরা কে কোথায় আছিস, আয় ছুটে আয়, আজ ব্লগে মিষ্টি বিতরণ কর। আমার জনে মান ঘরে ফিরেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.