আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে যৌতুকের দাবিতে রূপালি খাতুন (১৮) নামের এক গহৃবধূকে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি পিটিয়ে হত্যা করেছে। আজ সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্বশুর আব্দুল আজিজ ওরফে তেতুলকে (৫২) আটক করেছে পুলিশ।   তবে স্বামী সুমন (২৭) ও শ্বাশুড়ি ফরিদা বেগম (৪৫) পলাতক রয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ রকিব খান জানান, রোববার সন্ধ্যায় যৌতুকের দাবিতে রূপালি খাতুনকে পিটিয়ে গুরুত্বর জখম করে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি।

খবর পেয়ে রূপালির পিতা বাচ্চু প্রধান তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন চিকিতৎসকরা। সেখানে চিকিতৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে মৃত বরণ করে রূপালি।

রূপালির পিতা বাচ্চু প্রধান বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামি সুমন ও তার মাকে আটকের চেষ্টা চলছে বলে থানা সূত্র থেকে জানা যায়।

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.