আমাদের কথা খুঁজে নিন

   

অজানা এক সুর

যার মধ্যে সুরের স্পন্দন আছে, সে কোন পাপ করতে পারে না
অনেক দিন আগের কথা … বয়স কত হবে তা জানি না। আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। একদিন আমার ছোট্ট বেলার বন্ধু মেলা থেকে একটি বাঁশি আনল। সে তা আমাকে দেখাল এবং বাঁশিটি বাজানোর অনেক চেষ্টা করলো… কিন্তু সে কিছুতে-ই বাঁশিতে সুর তুলতে পারছিল না। এক সময় সে আমাকে বলল, “বাঁশিটা তোর”।

আমি তো বাঁশি পেয়ে মহা খুশি। পারক্ষনেই বাঁশিটা কেড়ে নিল। আমি মনে অনেক কষ্ট পেলাম… কিছুক্ষন পড় সে বললো, ” যদি তুই এই বাঁশি দিয়ে যেকোন অজানা একটা সুর তুলতে পারিস, তাহলে এই বাঁশিটা তোর”। সে সময় তা ছিল আমার পক্ষে কঠিন পরিক্ষা। আমি সময় নষ্ট না করে একটা লম্বা দম নিলাম এবং বাঁশিতে দিলাম ফু…………………. এক ফু তেই বাঁশি থেকে বের হয়ে এল এক অজানা সুর।

তখন আমার এত খুশি লাগতে ছিল যে আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না। আমর বন্ধু তখন বললো, “আমার সবচাইতে ভাল বন্ধু তুই, শুধু তুই পারবি চালায় যা… নে ধর এই বাঁশি তোরই, তোর জন্য শুভকামনা। ” তখন থেকেই আমি বাঁশি বাজানো শুরু করি আজও চলছে। সবাই ভাল থাকবেন। অনেক দিন আগের কথা … বয়স কত হবে তা জানি না।

আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। একদিন আমার ছোট্ট বেলার বন্ধু মেলা থেকে একটি বাঁশি আনল। সে তা আমাকে দেখাল এবং বাঁশিটি বাজানোর অনেক চেষ্টা করলো… কিন্তু সে কিছুতে-ই বাঁশিতে সুর তুলতে পারছিল না। এক সময় সে আমাকে বলল, “বাঁশিটা তোর”। আমি তো বাঁশি পেয়ে মহা খুশি।

পারক্ষনেই বাঁশিটা কেড়ে নিল। আমি মনে অনেক কষ্ট পেলাম… কিছুক্ষন পড় সে বললো, ” যদি তুই এই বাঁশি দিয়ে যেকোন অজানা একটা সুর তুলতে পারিস, তাহলে এই বাঁশিটা তোর”। সে সময় তা ছিল আমার পক্ষে কঠিন পরিক্ষা। আমি সময় নষ্ট না করে একটা লম্বা দম নিলাম এবং বাঁশিতে দিলাম ফু…………………. এক ফু তেই বাঁশি থেকে বের হয়ে এল এক অজানা সুর। তখন আমার এত খুশি লাগতে ছিল যে আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না।

আমর বন্ধু তখন বললো, “আমার সবচাইতে ভাল বন্ধু তুই, শুধু তুই পারবি চালায় যা… নে ধর এই বাঁশি তোরই, তোর জন্য শুভকামনা। ” তখন থেকেই আমি বাঁশি বাজানো শুরু করি আজও চলছে। সবাই ভাল থাকবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।