আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করবে টিসিবি

অব্যাহত দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।জরুরি ভিত্তিতে সরাসরি পেঁয়াজ আমদানি করে তা আগামী সপ্তাহেই বাজারে ছাড়া হবে।আজ সোমবার টিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন।
অব্যাহতভাবে পেঁয়াজের দাম বাড়ার কারণে শনিবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।বৈঠকে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানি কমে যাওয়াকে চিহ্নিত করা হয়।আর তাই পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া গতকালও পেঁয়াজের দাম বাড়ার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমদানিকারক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।