আমাদের কথা খুঁজে নিন

   

উইনিং এর "হৃদয় জুড়ে" - কিছু কথা

ওগো ভালোবাসা, তোমায় দিলাম ছুটি, তুমি যাও উড়ে যাও আকাশে, যদি সত্যিই(কখন) আমার ছিলে, আদোও যদি আমার (থাকো)ছিলে, ফিরে আসবেই তুমি (আমি)জানি। ওগো ভালোবাসা, তোমায় দিলাম বিদায়, তুমি যাও ভেসে যাও স্বর্গে যদি স্বর্গীয় সুখ না পাও, অন্তরেও যদি সুখ না পাও; বৃথায় এ জী

হৃদয় জুড়ে গানটি সম্ভবত কোন এক হৃদয়বান নিঃসংগ যুবক কে নিয়ে লেখা, যেখানে সে কোন একজন মানবী কে বহুদিন ধরে ভালোবাসে। কিন্তু, তাকে সে বলতে পারছেনা। সেই মানবীও তাকেই এতদিন নিরবে ভালোবেসে এসেছে। দুজনই একে অপরের উপস্থিতি উপভোগ করে কিন্তু স্বলজ্জায় একে অপরকে জানাতে পারছেনা। এভাবেই চলতে থাকে জীবন, সময় বয়ে যায়। গানের শেষে বিপ্লব আশরাফের করুন সানাই এর সুর বলে দেয় যে তাদের মাঝে মিলন হয়না। অসম্ভব সুন্দর একটি গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।