আমাদের কথা খুঁজে নিন

   

বিউটি অ্যান্ড দ্য বিস্ট

অন্যায়ের প্রতিবাদ করার মত সাহস নেই। কোন অন্যায় দেখলে তাই দাপিয়ে বেড়াই, নিজেই নিজের সাথে। ।

ঈদে বেড়ানো-টেড়ানো বলতে যা বোঝায়, তা মোটামোটি শেষ । এখন তাই আয়েশ করে বসে অতি সুখাদ্য টিভি প্রোগ্রাম আর সাথের চাটনী বিজ্ঞাপন গুলো টেস্ট করে দেখা যায় ।

পত্রিকার বিনোদন পাতা খুলে দেখলাম, ঈদের সপ্তম দিন হলেও বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠানের কমতি নেই । খেয়াল করলাম, দেশ টিভিতে ৩.০২ মিনিটে একটি টেলিছবি দেখাবে, নাম 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট'। ছোটোবেলায় এই নামে কার্টুন দেখেছিলাম। বেশ ইন্টারেস্টিং মনে হল। যথাসময়ে টিভি অন করে রিমোট টিপে চ্যানেলটা খুজে বের করে নিলাম।

ঠিক সময়মত অনুষ্ঠান শুরু হয়ে গেল। কাহি্নী বেশ ভাল লাগল। মূল চরিত্র এক কদাকার ব্যক্তি, জলিল। জলিল কর্মক্ষম, একটি অফিসে চাকরিও করে। কিনন্তু তার কদাকার চেহারার জন্য কেউ তাকে পছন্দ করে না, উলটো তাকে বিব্রত করার চেষ্টা করে।

মনঃকষ্টে ভোগে জলিল। যন্ত্রনা মেটাতে কয়েকবার আত্মহত্যার কথাও ভেবেছে। কিন্তু মায়ের কথা ভেবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। হঠাৎ পরিচয় হয় দৃষ্টি প্রতিবন্ধি শম্পার সঙ্গে। ধীরে ধীরে শম্পার সুন্দর মনের পরিচয় পায় জলিল,তাকে বিয়ে করে।

সুখেই কেটে যাচ্ছিল দিন। একদিন জলিলের এক ডাক্তার বন্ধু জানায় শম্পার চোখ চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারে। উৎকণ্ঠায় রাতের ঘুম হারাম হয়ে যায় জলিলের। ভাবে চোখ ভাল হয়ে গেলে শম্পা হয়তো তাকে ত্যাগ করে চলে যেতে পারে। তাই সে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চায় ডাক্তারকে।

মরে না গেলেও অন্ধ হয়ে যায় ডাক্তার। অন্যদিকে প্রেগন্যান্ট শম্পা পড়ে গিয়ে মারা যায়। মনে প্রচণ্ড আঘাত পায় জলিল। অনুশোচনায় দগ্ধ হয়ে নিজের চোখ দুটো দান করে ডাক্তারকে। রূপকথার গল্পের মত শেষটা সুখের হয়নি ঠিক, কিন্তু টেলিছবিটা দেখে এক অদ্ভূত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম।

গৎবাঁধা ভাঁড়ামিপূর্ণ নাটকের ভিড়ে এরকম সুন্দর একটি নাটক সত্যি প্রশংসার দাবি রাখে। জলিল চরিত্রে ইন্তেখাব দিনার সুন্দর অভিনয় করেছেন। তার মেক-আপ টা ছিল দারুণ, চিনতে বেশ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন সত্যিকার জীবণের এক কদাকার ব্যক্তিকে যেন নিয়ে এসেছেন পরিচালক। আর শম্পা চরিত্রে অপি করিমের কথা নাই বা বললাম।

মনে হচ্ছিল এক অপূর্ব মাধুর্য নিয়ে জুড়ে ছিলেন পুরোটা সময়। প্রশংসার দাবিদার পরিচালকও বটে। কিন্তু তার নামটাই জানা হল না। এত ভাললাগার মধ্যে আলপিনের মতো খোচাচ্ছিল, দীর্ঘ বিজ্ঞাপন বিরতি। খুবই বিরক্তিকর জিনিস।

কিন্তু কি আর করা? চাঁদেরও যে কলংক আছে। লাভের খাতায় এতটুকু, একটা সুন্দর অনুষ্ঠানতো অন্তত দেখা হলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।