আমাদের কথা খুঁজে নিন

   

বিউটি বোর্ডিং



কেন জানি নামটা আমাকে খোঁচাচ্ছেঃ( গত কদিন বাংলাবাজারে রোজ সকাল বিকাল করছি। তাই কাজের ফাঁকে ফাঁকে যে দু-তিন ঘন্টা লোডশেডিং এর ছুটি পাচ্ছি তাতে এলাকাটাও ঘুরে দেখছি। মসজিদ খুঁজতে এক চিপা গলিতে ঢুকে তাজ্জব হলাম। হটাত করেই যেন শতাব্দী পেছনে চলে গেলাম। চারপাশের সবকিছুতেই প্রাচীন্যের ছোঁয়া।

সেখানেই দেখলাম বিউটি বোর্ডিং। কেন জানি মনে হচ্ছে নামটা বাংলা সাহিত্যে একাধিক বার ব্যাবহার হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। তবে এখন সেটার ফকিরা হাল দেখে খুব বেশী কিছু বুঝার উপায় নাই। তবে কেউ যদি রেফারেন্স আর কিছু এক্সট্রা ইনফো লাগায়ে দিতে পারেন তো ভালই হয়। বিউটি বোর্ডিং এর পাশেই অত্যান্ত সুপ্রাচীন একটি কাঠামো।

যথারীতি সেটা নিয়ে স্থানীয়দের প্রশ্ন করতেই কি জানি ভাই টাইপের জবাব পাওয়া গেল। বেশ কয়েকজনকে প্রশ্ন করে ইন সামারি যা পেলাম সেটুকু হলঃ 1.জমিদার আমলের বাড়ী। আমার হিসাবে দেড় শতাব্দীর বেশী বয়স হবে। 2.হিন্দু জমিদার বংশ ছিল এবং ওভারঅল মুসলিম প্রজাদের প্রতি ব্যাবহার বন্ধুসুলভ ছিল না। 3.দেশবিভাগের সময় বা অন্য কোন সময় সপরিবারে তারা ভারতবাসী হন 4.খালি জমিজিরাত পেয়ে বড় মাস্তান সরকার সাহেব দখল করেন 5.এখন আনসার ক্যাম্প হিসাবে স্থাপনাটি ব্যাবহার হচ্ছে।

6.দখলের পর থেকে সরকার সাহেব পাই পয়সাও খবচ করেছেন বলে মনে হয় না ( অথবা তহবিল থেকে খরচ হলেও ভবনের গায়ে লাগেনি)। পুরো কাঠামোতেই সময়ের নিষ্ঠুর কামড়ের দাগ। 7.সঠিক বা কোন রকম ইতিহাসের চিহ্নের নামগন্ধ নাই। উইকিতে কিছু আছে কিনা জানি না। 8.কেউ এইটা সম্পর্কে কিছু জানলেও ঢুকাতে পারেন।

পারসোনাল লিঙ্ক এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।