আমাদের কথা খুঁজে নিন

   

টেকিব্লগঃ সি নিয়ে আলোচনা

আমি একজন ভালো মানুষ( যতক্ষন তুমি ভালো :) !!)

সি দিয়ে কথা বলতে দুইটা হাত লাগে, মুখ না হলেও চলে। আমি এটা পছন্দ করি কারন এই না যে আমি একটা আঁতেল, কারন এই যে যখন নটরডেমে থাকতে অন্ধের মত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজছিলাম তখন বুয়েটের সংগ্রাম ভাই হার্বার্ট শিল্ড সাহেবের একটা সবুজ রঙয়ের নীলক্ষেত এডিশন বইয়ের নাম বলেছিলেন। বইয়ের ভিতরের জিনিসগুলো কি, কিভাবে কাজ করে- এগুলো বোঝার আগেই আমি বুঝে নিয়েছিলাম printf( ) এর মধ্যে " " এর ভেতর কোন কিছু লিখলে সেটা কনসোলে কি সুন্দর করে প্রিন্ট করে দেয়। এই জিনিসটা দেখে এত খুশি হয়েছিলাম যে বইয়ের ভিতরের জিনিসগুলো পড়তে ভীষণ আগ্রহ জমে গেল। সেটা শুরু। এরপর সি থেকে মজা লুটতে থাকলাম। এখানে সি নিয়ে আমার লেখা কিছু টিউটোরিয়াল আছে। বাংলায়। বিগেনারদের জন্য কন্সেপচুয়াল ব্যাপার স্যাপার গুলোকে জোর দিয়েছি। লিংক এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।