আমাদের কথা খুঁজে নিন

   

টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং

আমি একজন ভালো মানুষ( যতক্ষন তুমি ভালো :) !!)

এটা আসলে একটা কালেকশন। যখন তখন লাগে এমন কিছু পিচ্চি পিচ্চি রুটিন। মাঝে মাঝে দেখা যায় কঠিন সব প্রব্লেম নিয়ে মাথার চুল ছিড়তেছি কিন্তু ফ্যাঁকড়াটা হয়ে বসে আছে ছোট্ট কোন অ্যালগরিদমে। তাই একদিন মাথায় যতগুলো রুটিন আসল সব নোট করে আপলোড করে দিলাম। এখন আমি নিজেই মাঝে মাঝে এগুলো ভুল করে বসি, তারপর এখান থেকে দেখে ঠিক করে নিই লিংকটা এখানে, http://dewsworld.info/blog.php?id=5 আর হ্যা, সবগুলোই সি তে লেখা। আশা করি কাজে লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।