আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের জন্য কয়েক টি কঠিন ধাধা, দেখি পারেন কিনা?

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

১। দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে।

উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে। তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল। ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল। প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন? ২। কিভাবে সম্ভব? দিনের চেয়ে বছর ছোট? ৩।

কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি? ৪। বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে? ৫। এক ভদ্রলোক লিবিয়া থেকে প্রতি বস্তা ময়দা ৫ দিনার করে কিনে বাংলাদেশে গিয়ে ২০০ টাকা করে বিক্রয় করন। এভাবে কিছুদিন ব্যাবসা করার পরেই দেখা গেল তিনি একেবারে কোটিপতি হয়ে গেছেন।

কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.