আমাদের কথা খুঁজে নিন

   

আজানের আগে মাইকে ছালাতু-ছালাম প্রচার

[

ইদানীং আমাদের এলাকায় কিছু মসজিদে আজানের আগে মাইকে ছালাতু -ছালাম দেওয়া হইতাছে । যাহা এতদিন শুনিনাই। মাইকে আজানের আগে মাইকে ছালাতু -ছালাম দেওয়ার রেওয়াজ প্রচলন করিতেছে বিশেষ কিছুলোক যাদের মাথায় সবুজ রং এর পাগডী দেখা যায়। তারানাকি পাকিস্হানি দাওয়াতী ইসলামের লোক। আমি যতুদুর জানি ছালাতু -ছালাম অতীব আদবের সাথে দাডিয়ে দিতে হয়।

ইমামগন বা মৌলানাগন নিজেও দাডিয়ে যান এবং সবাইকে দাডিয়ে যেতে বলেন। এখন কথাহল আজানের আগে মাইকে যখন ছালাতু -ছালাম দেওয়া তখনতো আমরা দুনিয়াবী হাবিজাবী কাজে জডিত থাকি, তখনতো আর দাডিয়ে আদব রক্ষা করা হয়না। সেইজনয কি আমরা গোনাহগার হবনা? এবং এভাবে ছালাতু -ছালাম দেওয়া কতটুকু শরিয়ত সম্মত। এবযাপারে আপনারা কিছু জানেন কি? একটু আওয়াজ দেন---পিলিজ। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।