আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ১০.১০: ম্যাভেরিক মির্ক্যাটের কাউন্টডাউন ব্যানার।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
আমাদের অনেকেরই জানা আছে উবুন্টু প্রতি ছয় মাসে নতুন একটি ভার্সন বের করে থাকে। আগামী ১০ অক্টোবর বের হবে উবুন্টু ১০.১০ ভার্সন যার নামকরণ করা হয়েছে ম্যাভেরিক মির্ক্যাট। এ ভার্সন রিলিজের বাকী আর মাত্র ২৩ দিন। উবুন্টুর প্রতিটি নতুন ভার্সনেই থাকে নতুন কোন চমক। আশা করছি এবারের নতুন ভার্সনেও তার বিপরীত হবে না। নতুন এই ভার্সনের কাউন্টডাউন ব্যানার পাওয়া যাচ্ছে উবুন্টুর সাইটে। এখান থেকে কোডটি কপি করে আপনার ব্লগে বা ওয়েবসাইটে এড করে দিন। বাংলাতে উবুন্টু বিষয়ক কিছু আজাইরা পেচাল শুনতে চাইলে এখান থেকে ঘুরে আসুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.