আমাদের কথা খুঁজে নিন

   

স্যালুট আপনাদের, আপনারাই সত্যিকারের দেশ প্রেমিক।

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠

যেখানে যে, যে ভাবে পারে সে দিক দিয়ে পারে দেশের টাকা, দেশের সম্পদ তসরুপ, লুন্ঠন আর যথেচ্ছার ভাবে ব্যবহার করাই আমার দেশের মানুষের নিতী। সেখানে আপনাদের এই মহানুভবতা সত্যিই দৃষ্টান্ত হয়ে থাকবে। খবরে প্রকাশ এদেশের তিনজন কবি নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বিমানে বিজনেস শ্রেণীর বিলাসবহুল আসন বরাদ্দ পেয়েছিলেন। সেই সব বিলাসবহুল আসনের ভাড়া সাধারণ শ্রেণীর তুলনায় কয়েক গুন বেশি। কিন্তু গরিব দেশের নাগরিক হিসেবে ওই সুবিধা নেওয়াটা তাদের কাছে লজ্ঝাজনক মনে হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশেষ সুবিধা পেয়েও তা ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সাশ্রয়ের এ নজির দেখালেন তিন কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মুহাম্মদ সামাদ। তবে সংবাদটা পড়ার পর থেকে নিজের কাজে নিজে একটু একটু লজ্জা পাচ্ছি। আমি মাঝে মাঝে দেশের দুঃখ্য দুর্দষার কথা ভাবি, মনে মনে কষ্টও পাই। কিন্তু এই ছোট্ট খবরটা পড়ার পর থেকে নিজের কাছে জানার চেষ্টা করলাম যে আমি যদি ঐ তিন কবির স্থানে থাকতাম তাহলে কি করতাম? খুব সম্ভবত এটা আমার অধিকার মনে করে বিজনেস ক্লাসে ভ্রমনের সুবিধা হাতছাড়া করতাম না। কিংবা প্রধান মন্ত্রীর সাথে ভ্রমন করব সেই আনন্দেই রাষ্ট্রিয় টাকা বাচানোর কথা মাথাতেই আসতোনা।

সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।