আমাদের কথা খুঁজে নিন

   

গাদ্দাফিকে স্যালুট!

http://www.facebook.com/Kobitar.Khata গাদ্দাফিকে স্যালুট জানাই। লিবিয়ায় যখন সরকার বিরোধী আন্দোলন শুরু হয় তখন আমি সরকার বিরোধীদের পক্ষেই ছিলাম। আমার ধারণা ছিল গাদ্দাফি যেহেতু এতদিন ক্ষমতায় আছে নিশ্চয় সে ক্ষমতা দখল করেই আছে। দেশের জনগন হয়তো তাকে ছাড় না। কিন্তু সেই অবস্থান থেকে আমি এখন সরে এসেছি।

আমার এখন মনে হচ্ছে গাদ্দাফি আসলেই লৌহমানব। তার দেশের মানুষ তাকে চায়। কিন্তু কেন আমার এমন ধারণা? এমন ধারনার কারণ হলো সে প্রায় গত তিনমাস ধরে তার বিরোধী পক্ষ এবং ন্যাটোভুক্ত অনেক গুলো দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এখনো টিকে আছে। এর দ্বারা প্রমান হয় দেশের সিংহভাগ মানুষ তার পক্ষে আছে। তার পক্ষে যদি না থাকত তবে সে এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারত না।

সেব দেশের রাষ্ট্র নায়কদেরই একটি বিরোধী পক্ষ থাকে। গাদ্দাফিরও একটি বিরোধী পক্ষ আছে। আর সেই বিরোধী পক্ষদের কে পশ্চিমারা শুধুমাত্র ব্যবহার করছে। পশ্চিমারা জানে যে গাদ্দাফি বিরোধীদের পক্ষে কখনই সম্ভব নয় গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো। তাদের সেই শক্তি নেই।

আর এই কারণে তারা ন্যাটোকে ব্যবহার করে গাদ্দাফিকে অপসারণের জন্য যুদ্ধ করছে। তাই আমি বলতেই পারি যে গাদ্দাফিকে আসলেই দেশের মানুষ ভালবাসে। যে নেতাকে দেশের মানুষ ভালবাসে সে একনায়ক নাকি স্বৈরশাসক তাতে কিচ্ছু আসে যায় না। দেশের মানুষ যাকে চায় সেই ক্ষমতায় থাকার উপযুক্ত। এক্ষেত্রে গাদ্দাফিই লিবিয়ার জন্য উপযুক্ত।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।