আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসপারস্কি দিয়ে ওয়েবসাইট ব্লক করুন

"যত সমস্যা, তত সমাধান"

ভাইরাসের হাত থেকে কম্পিউটারের নিরাপত্তার জন্য প্রায় সবাই কোনো না কোনো এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এর মধ্যে ক্যাসপারস্কি বেশ জনপ্রিয়। ক্যাসপারস্কি এন্টিভাইরাস দ্বারা উক্ত কম্পিউটারের নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করা যায়। এ জন্য ক্যাসপারস্কি চালু করে ওপরের ডানে Settings লিংকে ক্লিক করে বাঁ পাশের প্যানেল থেকে Protection-এর Parental Control-এ ক্লিক করুন। এবার Enable Parental Control চেক বক্স চেক করে Operation Profile-এর Child নির্বাচন করুন।

এবার Settings বাটনে ক্লিক করে Child ট্যাব থেকে Settings বাটনে ক্লিক করুন। এখন ‘Child’ profile settings উইন্ডোর Restrictions টাবে গিয়ে Set Restrictions রেডিও বাটন নির্বাচন করুন এবং Block access to web addresses চেক বক্স চেক করে Select বাটনে ক্লিক করুন। এখন +Add বাটনে ক্লিক করে যে যে ওয়েবসাইট ব্লক করতে চান, সেগুলো একে একে যুক্ত করুন। এবার একে একে OK করে সব উইন্ডো বন্ধ করুন। ক্যাসপারস্কিতে পাসওয়ার্ড দেওয়া না থাকলে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে আর পাসওয়ার্ড সেট করা থাকলে পাসওয়ার্ড দিতে হবে।

এবার ব্রাউজার খুলে উক্ত সাইট ব্রাউজ করে দেখুন ক্যাসপারস্কি উক্ত সাইটটি ব্লক করেছে এবং ACCESS DENIED মেসেজ আসছে। উল্লেখ্য, ক্যাসপারস্কি ইনস্টল করার সময় ব্রাউজারে একটি প্লাগইন ইনস্টল হয়, যার দ্বারা সাইট ব্লকে কাজ সম্পাদিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.