আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তা সফটওয়্যার তালিকাশীর্ষে ক্যাসপারস্কি

‘ক্যাসপারিস্ক ল্যাবসের উদ্ভাবিত কম্পিউটার সিকিউরিটি বিষয়ক সমাধানগুলো মোট ৭৯টি পরীক্ষার মধ্যে ৪১টিতে প্রথম এবং ২০টিতে দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল করেছে।’
যেসব প্রখ্যাত স্বাধীন পরীক্ষাগার থেকে টপথ্রি স্কোরের ফলাফল সংগ্রহ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে এভি-কমপ্যারেটিভস, এভি-টেস্ট, ড্যানিস টেকনোলজি ল্যাবস ও এমআরজি ইফিটাস এবং পিসি ম্যাগাজিন, পিসি ওয়ার্ল্ডসহ ভাইরাস বুলেটিন ও ম্যাগাজিন।
ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ‍ব্যবহারকারীদের জন্য সিকিউরিটি সফ্টওয়্যার তৈরি করে এমন প্রায় ১০০টি ভেন্ডর কোম্পানি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে। এসব কোম্পানির মধ্যে সমাধান বৈচিত্র্যের কারণে ক্যাসপারস্কি ল্যাবকে সংখ্যাগরিষ্ঠ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। সমাধানের যুতসই কার্যকারিতার ফলে সব পরীক্ষায় শীর্ষ তিনটির মধ্যে ক্যাসপারস্কি ল্যাব গড়ে ৭৭% নম্বর পেয়ে অংশগ্রহণকারী সব ভেন্ডরের মধ্যে সর্বোত্তম ফলাফল করে বলে জানিয়েছে অফিসএক্সট্র্যাক্সটস।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.