আমাদের কথা খুঁজে নিন

   

আলপিন বন্ধের তিন বছর এবং আমাদের সিজনাল ধর্মানুভুতি...।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

;; ;; ;; ২০০৭ সালের এই দিনে বন্ধ করে দেওয়া হয় প্রথম আলোর তুমুল জনপ্রিয় ফান ম্যাগাজিন "আলপিন"। নিরিহ একটি কার্টুন ছাপা হয়েছিলো আলপিনের ৪৩১ তম সংখ্যায়। এতেই দেশের কিছু উগ্র "ইমানদারের" ধর্মানুভুতিতে আঘাত লেগে যায়। ফল সরুপ আলপিন ও প্রথম আলো বন্ধের দাবী উঠে। প্রথম আল সম্পাদক সে যাত্রায় কোনরকমে বায়তুল মোকাররম মসজিদের খতিবের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কোনরকমে প্রথম আলোকে রক্ষা করতে পারলেও রক্ষা করতে পারেননি "আলপিন"কে।

ধর্মানুভুতিতে আঘাত দেওয়ার 'অমার্জনীয়' অপরাধে জ্বেলে পুরে দেওয়া হয় কিশোর কার্টুনিস্ট আরিফুর রহমানকে। ২০ বছরের এক কার্টুনিস্ট-এর পিছনে উঠে পড়ে লেগে যায় পুরো রাস্ট্রযন্ত্র। ৬ মাস কারাদন্ড ভোগ করার পর আরিফ মুক্তি পেলেও এখনো তাকে যাপন করতে হয় ফেরারী জীবন। আইনের ফাক গলে বড় বড় অপরাধিরা পার পেয়ে গেলেও মুক্তি পায়না একজন আরিফুর রহমান। যে কার্টুনটির জন্য ইমানদারদের ধর্মানুভুতিতে আঘাত লাগে সেটি আগে শিবিরের একটি পত্রিকায়ও ছাপা হয়েছিলো।

কিন্তু তখন কারো ধর্মানুভুতিতে কিন্তু আঘাত লাগে নি। কেনো লাগে নি সে প্রশ্নে না হয় নাই গেলাম। গেলে আরো অনেক বিষয়ে প্রশ্ন করার লোভ সামলাতে পারবো না। যেমনঃ বাউল ভাস্কর্য ভাঙ্গা, হুমায়ুন আযাদকে আক্রমন, তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করা, জাফর ইকবাল স্যারকে কাফনের কাপড় পাঠানো, ইত্যাদি ইত্যাদি। তারচেয়ে বরং হুমায়ুন আযাদের কবিতাটি মনে করে চুপচাপ বসে থাকাই মনে হয় ভালো হবে--- "আমি জানি সব কিছু নস্টের অধিকারে চলে যাবে সব চেয়ে সুন্দর যে মেয়েটি................" পোস্টে এখানেই শেষ করে দিলাম।

আবার না কারো ধর্মানুভুতিতে আঘাত লেগে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।