আমাদের কথা খুঁজে নিন

   

জুরাইনে আরো ১৯ লাশ দাফন

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে মিটফোর্ড মর্গ থেকে লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার ৩৩টি লাশ আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল।
হারুন জানান, স্বজনের খোঁজ না পাওয়ায় অজ্ঞাতপরিচয় লাশগুলোর ডিএনএ নমুনা রেখে আঞ্জুমানের কাছে দেয়া হয়।
দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৭। এর মধ্যে স্বজনদের কাছে ৮৩৬টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচটি মৃতদেহের একাধিক দাবি থাকায় ঢাকা ও মিটফোর্ড মর্গে রয়েছে।
ডিএনএর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ওই পাঁচটি লাশ স্বজনদের দেয়া হবে বলে জানান তিনি।
আঞ্জুমান মফিদুল ইসলামের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বলেন, সবগুলো লাশের ক্রমিক নম্বর দিয়ে জুরাইনে দাফন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.