আমাদের কথা খুঁজে নিন

   

কেবল মায়ের চোখে দেখছি কিছু কন্যাবরণ

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

মাত্র দু'দিন আমার বয়স আতুড়ঘরে আমাকে নিয়ে বসে আছেন মা আমার কচি শরীরের জন্মগন্ধ ছুঁয়ে চলছে সবার তু-তু, চু-চু, সোনামনি, তই-তই কুতু-কুতু ডাকের ভেতরেই শুকাচ্ছে নাভিটা যাকে একদিন ছড়াতেই হবে মৃগনাভি কস্তুরি! দিঘির পদ্ম ফুটবে এ-ই সে নাভি-নিবন্ধে!! নিজেকে ঠিক-ঠাক দেখতে পাচ্ছি না তবে সম্ভাবনার প্রশ্নে সম্ভবত কন্যাশিশু আমি তা না হলে সবার মুখে এত অন্ধার কেন কেন এতো জিঞ্জাসার চিহ্ন দুপুরের চোখেমুখে? কেবল মায়ের চোখে দেখছি কিছু কন্যাবরণ তু-তু, চু-চু-সোনামনি, তই-তই- কুতু কুতু। যদিও জানি, এইসব চু-চু, কুতু-কুতু কতটা আগুনে পোড়াবে আগুনে একদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।