আমাদের কথা খুঁজে নিন

   

কেবল আকুতি

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

কথা ছিল তুমি আবার আসবে সামনের বর্ষায় সেই কথা ধুয়ে গেছে গত ছয়টি বর্ষায়। ফিরে আসনি। কনকনে শীতে, গভীর গরমে আর টিপটাপ বর্ষায়। কোন সময়েই ফিরে আসনি। প্রতিক্ষায় থাকতে থাকতে এখন আমি প্রতিক্ষাটাই ভুলে গেছি! গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে , সিলেটের ঝুম বৃষ্টি।

মনের কোন এব স্থানে কেমন যেন করে বৃষ্টি হলে , বৃষ্টির শব্দে। আচ্ছা তোমার কি মনে আছে সেই যে তুমি আমি হেটে গিয়েছিলাম পাহাড় দেখবো বলে সস্তা আচার খাব বলে, দুপুরে ক্যান্টিনে বসবে বলে। ছিলাম তুমি আমি এই ক্যাম্পাসে! কত দিন হল জানো! মাত্র ছয় বছর এই ক্যাম্পাসে। একা একা ঘুরি আর কেবল তোমার কথা ভাবি! তুমি কি জান তা! কেবল আকুতি একবার আস! দেখে যাও বিধ্স্ত এক মানুষকে! কেবল এই এক আকুতি একবার ফিরে এসে আমাকে না দেখলেও সিলেটের ঝুম বৃষ্টি দেখে যাও এই বর্ষায়। যা দেখার জন্য আবার আসবে বলে কথা দিয়েছিলে! ### এই লেখাটা আমার এক প্রিয় মানুষেল জন্য লেখা! যে বিশ্ববিদ্যালয় জীবনে আমার সবচেয়ে প্রিয় মানুষ।

প্রথশ বর্ষে কিছুদিন পরে চলে গেছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। আর ফিরে আসেনি! ##

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।