আমাদের কথা খুঁজে নিন

   

কেবল অনর্থ

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... ইচ্ছে হলেই মরে যেতে পারি না বলে মাঝে মাঝে বেচে থাকা ভীষন শাস্তি যেন। যে পথের মোড়ে দিনের পর দিন পেড়িয়ে গেছে আড্ডা, ফুর্তি আর চা সিগারেটের ভাজে, নিঃস্তব্দ নিরন্তর আকাশ সেখানে মুচকি হাসে সময়ের নাটকীয়তার অসংখ্য পর্দা টেনে। কোন এক সোনালি ভোরের স্বপ্নে আমরা তবুও হেটে যাই আধারের সিদ কেটে অভ্যস্ত পায়ে। বাতাসে ভেসে আসে হারিয়ে যাওয়া সুর, মুছে যাওয়া হাসি আর নিজেদের না পাওয়া স্বপ্ন প্রহর। আর কতটা পথ বাকী এ অধ্যায়ের তা জানতে চাই নি ঈশ্বরের কাছে উত্তর আসবে না বলে। কেবল মনে মনে তীব্র যন্ত্রনা ঢেকে রাখি মুখোশের জলে। বেচে থাকাটাই শাস্তি মরতে পারি না বলে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।