আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বলের ওপর সবলের অত্যাচার!

সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে অংশ নেওয়া শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ওপর দফায় দফায় টিয়ার শেল ও গরম পানি ছোড়া হয়। এ ঘটনায় দুজন নারী শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল সকালে সারা দেশ থেকে আসা কয়েক হাজার প্যানেলভুক্ত শিক্ষক তাদের নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মহাসমাবেশ শুরু করেন। বেলা ১টায় মহাসমাবেশ শেষে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বিকাল পৌনে ৩টার দিকে শিক্ষকরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এর পরেও তারা যাওয়ার চেষ্টা করলে পুলিশ ৪ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

মিছিল থেকে শিক্ষকরা ছোটাছুটি শুরু করলে পুলিশ বেধড়ক লাটিচার্জ করে এবং গরম পানি ছোড়ে। এ ঘটনায় ১০ জন শিক্ষক আহত হন।

আন্দোলনরত শিক্ষকদের সংগঠনের মহাসচিব এম নাজমুল হক জানান, এ ঘটনায় ১০ জন শিক্ষক আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।

পরে বিকালে তাদের ছেড়ে দেয়। ভোলা থেকে আসা প্যানেলভুক্ত শিক্ষক জাফর ইকবাল জানান, শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালনের সময় পুলিশ বেধড়ক পিটিয়েছে। তাদের ওপর গরম পানি ছুড়েছে। শেষ পর্যন্ত শহীদ মিনার এলাকায়ও তাদের আসতে দেওয়া হয়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শিক্ষকদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলার অবনতি না ঘটার জন্য শহীদ মিনার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার শিক্ষক-শিক্ষিকা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার জনকে বিভিন্ন স্কুলে নিয়োগ দেওয়া হলেও বাকিদের নিয়োগ দেওয়া হয়নি। এর আগে মেধাক্রম অনুসারে নিয়োগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন অনেক শিক্ষক।

অবিলম্বে বাকি শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।