আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান ও চীনে বন্যায় ২০১ জনের প্রাণহান

পাকিস্তান ও চীনে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২০১ জনের প্রাণহানি ঘটেছে। পাকিস্তানে বন্যার কারণে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, অতি বর্ষণ ও বন্যায় পাখতুনখাওয়া, পাঞ্জাব এবং বেলুচিস্তান প্রদেশের ৭৭০টি গ্রাম মারাত্দক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ২ হাজার ৪২৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য ৪৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরেও একটানা বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। এদিকে, চীনে বন্যার কারণে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে হেইলংজিয়াং, জিলিন, লাইওনিং এবং গুয়াংডং অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে বলে জানা গেছে। চীনের সিনহুয়া সংবাদ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলের বন্যাকে দশকের সবচেয়ে বাজে পরিস্থিতি বলে অভিহিত করেছে। টাইফুন উতরের কারণে ভারী বৃষ্টিপাতে দক্ষিণাঞ্চলে এই বন্যার সৃষ্টি হয়। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.