আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডেতেও উজ্জ্বল আরাফাত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দারুণ বোলিং করেছেন স্পিনার আরাফাত সানি। যদিও এক ম্যাচে পুরো চার ওভার বোলিং করার সুযোগ পাননি তিনি। প্রথম ম্যাচে তিন ওভার বোলিং করে ১৭ রানে নিয়েছেন দুই উইকেট। দ্বিতীয় ম্যাচে দুই ওভারে ৮ রান দিয়ে শিকার করেছেন এক উইকেট। তিলকারত্নে দিলশানের মতো মারকুটে ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেছিলেন। তারপরও টি-২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

কাল প্রথম ওয়ানডেতে আবারও ভয়ঙ্কর রূপে আবিভর্ূত হয়েছিলেন। ছয় ওভার বোলিং করে ৩১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে মাত্র তিন রানেই সাজঘরে পাঠিয়ে দিয়েছেন। নুয়ান কুলাসেকারাকে তো রানের খাতাই খুলতে দেননি তিনি। অবশ্য শুধু স্কোর কার্ড দেখে আরাফাতের বোলিং বিচার করা কঠিন। কেননা বাংলাদেশি এই স্পিনার প্রথম ৫ ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। দুই মেডেন সঙ্গে দুটি উইকেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.