আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে গণহত্যা এবং ইরানের আসলচেহারা



… ২০০৬ সালে যখন ইসরাইল বনাম হিজবুল্লাহ লড়াই শুরু হল । তখন ইরান গর্জে উঠল এবং সারা বিশ্বনেতৃত্বকে যুদ্ধ বন্ধের চাপ দেওয়ার আহবান জানালো । যখন বাইরানের শীয়াগণঅভ্যুত্থান দমনে সেদেশের সরকার কঠোর ব্যবস্থা নিলো তখন ইরান আবার গর্জে উঠল । যখন সিরিয়ার জনগণ বিদ্রোহ ঘোষণা করল তখন ইরান সেই জালিম শীয়া বাশার আসাদকে জান-মাল , অস্ত্র-শস্ত্র দিয়ে রণাঙ্গনে নেমে গেলো । যে জালিম কাফির বাশার মুরসি উতখাতের পর বলেছিল , ইসলামি রাজনীতির পতন হলো ! আর যখন মিসরে সেনা অভ্যুত্থান ঘটল , এরপরে লাগাতার গণহত্যা চলল , তখন ইরান মোলায়েম সুরে বলল , এটা দুঃখজনক ! দেখলেনতো সুন্নীদের প্রতি ইরানের বিচার ! এটা ইরানের জন্যে নতুন নয় , কারণ এরপুর্বে যখন ১৯৭৯ সালে তথাকথিত ইসলামি বিপ্লব ঘটল তখন মিসরের নির্যাতিত ইখওয়ানি নেতারা খোমেনীর কাছে সহযোগিতার জন্যে যান , তখন খোমেনীতো সাহায্য দিলোই না বরং উল্টো ইখওয়ানি নেতাদের সব কৌশল মিসরের জালিম আনোয়ার সাদাতের কাছে ফাস করেদিল ।

এতে ইখওয়ানিদের উপর সরকারি নির্যাতন আরো বহুগুণ বেড়ে যায় । ইরান যদি সত্যিকার আমেরিকাবিরোধী হয়ে থাকে তাহলে কেনো আমেরিকার দালাল ইরাকের শীয়া নুরি মালিকির সাথে এত গলায় গলায় ভাব ? ইরান নিজের তুলনামুলক কাছের দেশ চেচনিয়ার মজলুমদের তো সাহায্যই করে নি , বরং জালিম নাস্তিক রাশিয়াকে বানিয়েছে বন্ধু ! অথচ আল্লাহ তাআলা কাফির-মুশরিকদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন । তাহলে ইরানের মতো একটি ইসলামি রাষ্ট্র(??!) রাশিয়ার মতো একটি মুসলিমরক্তখেকো দেশকে কীভাবে বন্ধু বানাল !!?? ইসরাইল যখন অবরুদ্ধ গাজার উপর ধারাবাহিকভাবে বিমান হামলা চালায় তখন ইরানের ভুমিকা নীরব দর্শক ছাড়া আর কী থাকে ? অনেকে বলবেন ইরান তো প্রতিবাদ জানিয়েছে , আমি বলবো এই মুখরোচক প্রতিবাদ ওবামাও জানিয়েছে । আজ যদি মিসরে এই গণহত্যা না হয়ে হিজবুল্লাহর উপর হামলা হত তখন দেখতেন , ইরান তাদের উদ্ধারে সেভাবে এগিয়ে যেত যেভাবে আমেরিকা ইসরাইলের উদ্ধারে এগিয়ে আসে । যেভাবে আমেরিকার গণতন্ত্রের বুলি হচ্ছে তাদের দোসর জন্যে , ঠিক তদ্রূপ ইরানের ইসলাম হচ্ছে শুধুই শীয়াদের জন্যে ।

মনে রাখুন , শীয়ারা শুধু শীয়াদের বন্ধু , কক্ষনো আমাদের বন্ধু নয় । আপনারা যারা তাদেরকে বন্ধু ভাবছেন , দেখবেন আপনাদের দুর্দিনে তারা মোলায়েম শব্দ ছাড়া আর এরদোগান হবে না । মাঝেমধ্যে এসব শব্দ বলে তারা আমাদেরকে বোকা বানাতে চায় । যদি এই মোনাফেকিতে পা ফেলেন তাহলে আপনাদেরকেই পস্তাতে হবে । তারা যুগ যুগ ধরে মোনাফেকি করে আসছে ।

মোনাফেকিই তাদের আসলচেহারা ! অনেকে এখন সৌদী আরবকে টেকে নিয়ে আসবেন । তাদের উদ্দেশে বলতে চাই , দেখুন সৌদী দালাল রাজপরিবার ফেরআউনের দোসর হলেও জনগণ এবং কিছু দরবারি মুনাফিক আলেম ব্যতিত বিজ্ঞ আলেমরা হচ্ছেন বিক্ষোভকারীদের পক্ষে । কিন্তু প্রতিটি শীয়াই হচ্ছে মুনাফিকদের উত্তরসুরি । এতকিছুর পরও কেনো আমরা এই মুনাফিকদের পক্ষে এত উকালতি করব ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.