আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে আবার সংঘর্ষ, নিহত ৫২

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে নতুন করে পুলিশের সংঘর্ষে ৫২ জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। কায়রোর অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে গোলাগুলিও হয়েছে। ঘটনার পর কায়রো থেকে মুসলিম ব্রাদারহুডের ২০০-এর বেশি কর্মীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

কায়রোর তাহ্‌রীর স্কয়ারে আরব-ইসরায়েল যুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে রবিবার একটি সরকারি অনুষ্ঠানস্থলে মুসলিম ব্রাদারহুডের সমর্থকরাও সমাবেশের আহ্বান করলে সেখানেও সংঘর্ষের সৃষ্টি হয়। যদিও সেনাবাহিনী পরে তাদের হটিয়ে দিয়েছে।

ওই সময় মুরসি সমর্থকরা ঢোল বাজিয়ে এবং স্লোগান দিয়ে ওই স্থানে ঢোকার চেষ্টা করে এবং জেনারেল সিসিকে হত্যাকারী বলে স্লোগান দিতে থাকে। এর পর সংঘর্ষ কায়রোর অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে গোলাগুলি হয়। সংঘর্ষের পর মুসলিম ব্রাদারহুডের সদস্যরা শহরের অন্যান্য অংশে এবং আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ মিছিল করে। ওইসব স্থানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মুসলিম ব্রাদারহুডের সদস্যরা নিরাপত্তা বাহিনীর এমন আক্রমণাত্দক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। উল্লেখ্য, গত জুলাইয়ে মিসরের সেনাবাহিনী তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে হটিয়ে দেশটির ক্ষমতা গ্রহণ করে। আল জাজিরা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.