আমাদের কথা খুঁজে নিন

   

আমি মেয়েদের এমন ভাবতে চাই না।

http://www.facebook.com/Kobitar.Khata

আমার জীবনে চেনা জানা যত মেয়ে দেখেছি তাদের মোটামোটি সবাই খুব কমন কিছু জিনিসের ভিতরে বন্দি। তাদের চিন্তাভাবনা আমোদ বিনোদনের জায়গাটা খুবই ছোট। তাদের চিন্তার জগতটাও খুব ছোট। দুচারটে মেয়ে একসাথে হলেই তাদের আলোচনার বিষয় শাড়ি, গহনা, বিভিন্ন খাবার দাবার আর পরচর্চা মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আমার মনে হয়ে মেয়েদের পছন্দের জিনিস হলো শাড়ি, গহনা, হিন্দি সিরিয়াল অথবা কলকাতার বাংলা চ্যানেলগুলো আর একটি হ্যান্ডসাম স্বামী ও স্বামীর টাকা।

শুধু এগুলো হলেই তারা সুখী জীবন যাপন করতে পারে। আমি দেখেছি মেয়েদের সাধারণ জ্ঞানের লেভেল খুব দুর্বল হয়ে থাকে। একটি মেয়েকে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যর নাম জিজ্ঞেস করুন আমি হলফ করে বলতে পারি তারা অর্ধেকের নামও বলতে পারবে না। তাদের বাংলাদেশের ৫ জন মন্ত্রীর নাম জিজ্ঞেস করেন অনেকেই বলতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা রাজনৈতিক দল গুলো নিয়ে প্রশ্ন করুন বলতে পারবে না।

ফিলিস্তিন সমস্যা, কাশ্মীর সমস্যা, প্রথম বিশ্বযুদ্ধ,দ্বিতীয় বিশ্বযুদ্ধ , অক্ষ শক্তি, মিত্র শক্তি এগুলো তো জানার প্রশ্নই আসে না। এমনকি আমাদের পার্বত্য সমস্যাটা কি নিয়ে তা জিজ্ঞেস করলেও শতকরা ৯৯% মেয়ে হা করে তাকিয়ে থাকবে আমি নিশ্চিত। কিন্তু ৫টা হিন্দি সিরিয়ালের নাম জিজ্ঞেস করুন দেখবে ১০টার নাম বলে দেবে। ৫ ব্র্যান্ডের লিপিস্টিক বা পারফিউমের দাম জিজ্ঞেস করুন, ফট করে বলে দেবে। সব শেষে আমি বলতে চাই আমি নারীদের যে উদাহরণ দিলাম কোন নারী যদি আমার লেখা পড়েন এবং নিজেকে এই লেভেলের মধ্যে মনে করেন তবে নিজেকে পরিবর্তন করুন।

২/৩ জন নারী একাত্র হলেই জামাকাপড়, গহনা, রেসিপি, আর পরচর্চা থেকে বেরিয়ে আসুন। জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করুন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করুন। দেখবে অন্যনারীরাও আপনাকে অন্য চোখে দেখা শুরু করেছে, একটু বেশী শ্রদ্ধা ও সমীহ করা শুরু করেছে। আর আমাদের যাদের ছোট বোন, ভাগ্নি, ভাতিজি আছে তাদেরও উচিৎ তাদের এই গন্ডি থেকে বের করে আনা। পৃথিবীটা ক্ষুদ্র কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এই পৃথিবীতে অনেক কিছু জানার আছে, বোঝার আছে এই উপলব্ধিটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে।

কোন নারীবাদী হয় তো আমার লেখা পড়ে আমাকে নারীবিদ্বেষী ভাবতে পারেন। আমি নিশ্চিত করছি যে আমি তা না। কোন নারী যদি আমার লেখা পড়ে দ্বিমত পোষন করেন তাহলে বলবো আপনি ব্যাতিক্রমদের মধ্যে একজন। আপনাকে স্যালুট।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।