আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে ‘যৌন নির্যাতনের’ অভিযোগ

এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের ইমামতি করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাসুদ করিম।
অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি শহরের গোলপাড়ায় অবস্থিত দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসার প্রধান মাওলানা ইউছুপ। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ির শান্তিরহাট গ্রামে।
তবে মাওলানা ইউছুপ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেন।
তার দাবি, এ ঘটনা পৌরসভার এক কাউন্সিলসহ এলাকার কয়েকজন ব্যক্তির ষড়যন্ত্র।


পৌর মেয়র রফিকুল আলম জানিয়েছেন, নির্যাতনের শিকার ছাত্রটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে এ নিয়ে সালিশ হয়।
“সালিশে অভিযোগের প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের পরামর্শে তাকে অব্যাহতি দেয়ার জন্য মাদ্রাসাটির পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছি। ”
পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান জানান, মেয়রের অনুরোধে অভিযুক্ত মাদ্রাসা প্রধানকে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
নির্যাতনের শিকার ছাত্রটি সাংবাদিকদের বলে, “আমাকে প্রায়ই তার সঙ্গে রাতে থাকার জন্য ডেকে নিয়ে গিয়ে তিনি নির্যাতন চালাতেন। ”
মাদ্রসার অপর এক শিক্ষক আব্দুল হান্নানকে জানালে তিনি তাকে বিষয়টি গোপন রাখার পরামর্শ দেন বলে জানায় সে।


বিষয়টি জানতে চাইলে শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সাংবাদিকদের কাছে অভিযোগ স্বীকার করে বলেন, গত ফেব্রুয়ারিতে বিষয়টি তাকে জানিয়েছিল ওই ছাত্র।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.