আমাদের কথা খুঁজে নিন

   

কনডমের বিজ্ঞাপণ ও আমার দিব্য দৃষ্টির উন্মোচণ

.......

এমন একটা সময় ছিলো, যখন “কনডম” শব্দটা উচ্চারণ করার সময় আমাগো গলার স্বর এমনিতেই একটু নিচে নাইমা যাইতো। বাচ্চারা বেলুন মনে কইরা কনডম নিয়া খেললেও বড়রা তাগোর সামনে এই বিষয়ে আলোচনা তো দূরের কথা, এমন একটা ভাব লইতো যে কনডম চিনেই না। সেই সময় কনডম বিষয়ক সকল আলোচনা, প্রচার-প্রচারণা চলতো, চালাতো জনস্বার্থে। টিভি-রেডিওতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন সচেতনতা মূলক প্রচারণায় শুনা যাইতো এর নাম আর কাম। সেই প্রচারণায় যে বিষয়টা মূখ্য ছিলো তা হইলো- ১/ কনডম হইলো জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ, কার্যকর ও সস্তা উপায়।

২/ কনডম ব্যাবহারে যৌন রোগ ছড়ায় না। এই দুইটা বিষয় ছাড়া আর কিছু সেই প্রচারণায় থাকতো না। এইতো গেলো সরকারি প্রচারণার কথা। খোদ কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপনেও এই বিষয়গুলা নিয়াই প্রচারণা চালাইতো। কিন্তু এহন আর সেই দিন নাই।

কাসুন্দি ঘাটা বাদ দিয়া বর্তমানে তাকাইলে দেহি কনডমের বিজ্ঞাপণওয়ালা বড় বড় বিলবোর্ড। যেই বিলবোর্ডে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামের নিচে লেখা থাকে “আসল পুরুষ”। সর্বনাশ !! কনডমের ব্রান্ডের সাথে পুরুষত্বের প্রমান জড়াইয়া গেলো মালুম হয়!!! বিলবোর্ড বাদ দেই। কয়েকদিন আগে টিভিতে একটা বিজ্ঞাপণ দেখলাম। প্রথমে মনে করলাম বিজ্ঞাপণটা কোন চকলেট কোম্পানীর।

কিন্তু একটু পরেই আমার ভ্রম দূর হইলো। আমি বুঝলাম এইটা চকলেট না চকলেট ফ্লেভারের কনডমের বিজ্ঞাপণ। টাসকি খাইলাম। সেই বিজ্ঞাপণে একটা নতুন জিনিস আবিস্কার করলাম, সেইখানে কি জন্যে কনডম ব্যাবহার করতে হবে তার কোন খবর নাই; আছে এইটা ব্যাবহার কইরা কেমন মজা পাওয়া যাবে তার ফিরিস্তি। কনডম আবিস্কারের মূল লক্ষ্যটাই বেমালুম গায়েব!! কর্পোরেট কোম্পাণীগুলা আমগো মাথায় ডুকাইতাছে মাস্তির চিন্তা।

আর আমরাও মাস্তি লইয়া সেই চিন্তায় ডুইবা কিনতাছি স্ট্রোবেরী, লেমন, চকলেট আরো কতশত ফ্লেভারের কনডম। ভাবতাছি আমিই আসল পুরুষ। আর ফাঁকতালে আমাগো মাস্তির কলে ফালাইয়া কোম্পাণীগুলা করতাছে রমরমা ব্যাবসা। এমন একটা সময় ছিলো, যখন “কনডম” শব্দটা উচ্চারণ করার সময় আমাগো গলার স্বর এমনিতেই একটু নিচে নাইমা যাইতো। বাচ্চারা বেলুন মনে কইরা কনডম নিয়া খেললেও বড়রা তাগোর সামনে এই বিষয়ে আলোচনা তো দূরের কথা, এমন একটা ভাব লইতো যে কনডম চিনেই না।

আর এখন এমন একটা সময় চলতাছে, যে সময়ে আমরা পরিবারের সবাই একসাথে মাস্তি নিয়া টিভিতে দেখি বিভিন্ন ফ্লেভারের কনডমের বিজ্ঞাপণ। তথাকথিত ভাব ধরা আধুনিকতার নামে আমরা তখন অস্বস্তিবোধ করি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.