আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন বদলে দিচ্ছে মতলবের কৃষকদের ভাগ্য

ভালো ..তবে কালো

মুঠোফোন চাঁদপুর জেলার মতলবের কৃষিনির্ভর সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে। জানা গেছে, মুঠোফোনের মাধ্যমে কৃষকরা মাঠে বসেই ফসলের রোগবালাই দমনে পরামর্শ নিচ্ছেন কৃষিবিদের। সহজতর এ যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের তোয়াক্কা না করে তাদের উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য যাচাইয়ের পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দরে হাট-বাজারে তুলেছেন তাদের উত্পাদিত পণ্য। পাইকাররা জেলা শহরসহ সারাদেশের আড়তগুলোতে সরবরাহ করছেন ফসলের মাঠ থেকেই। কয়েক বছর আগেও কৃষিনির্ভর মতলবে বেশিরভাগ মানুষ ছিল অভাবি আর দারিদ্র্যের কষাঘাতে।

তাদের ঘামঝরা উত্পাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বাজারজাত করায় এতদিন ন্যায্যমূল্য বঞ্চিত ছিলেন। বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা আর খেটে খাওয়া এসব মানুষের হাতে হাতে স্বল্পমূল্যের মোবাইল ফোনই ঘুরিয়ে দিয়েছে তাদের ভাগ্যের চাকা। যোগাযোগ ব্যবস্থার প্রসারে চরাঞ্চলের কৃষকরা ফসলের মাঠে বসেই উত্পাদিত পণ্যের সমস্যা নিরূপণের পাশাপাশি ন্যায্যমূল্যে যাচাই-বাছাই করে ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করছেন। আর এতে করে কমছে হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের হয়রানি। সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়।

বাড়ছে প্রযুক্তিনির্ভর আধুনিক চাষাবাদ। মতলব উত্তরের পাঁচানীর সবজি চাষী লিটন ও কেশাইরকান্দির ফল চাষী নুরুল ইসলাম জানান, আমরা এতদিন স্থানীয় পাইকারদের ওপর নির্ভরশীল ছিলাম। সবজি মৌসুমে প্রতিদিন দু-তিন ট্রাক কৃষিপণ্য ঢাকাসহ সারাদেশের আড়তগুলোতে যায়। এখন মোবাইল ফোনে একাধিক পাইকার ও আড়তে বাজার দর যাচাই করার সুযোগ হচ্ছে। আর সেভাবেই উত্পাদিত শাক-সবজি ও কৃষিপণ্য বাজারে তুলে থাকি।

তারা জানান, ফসলের রোগবালাই দমন আর ন্যায্যমূল্যে পণ্য বাজারজাত সবই হচ্ছে মোবাইলের গুণে মাঠে বসেই। আগে পাইকার ও ফড়িয়াদের খপ্পরে পড়ে এ অঞ্চলের হতদরিদ্র চাষীরা উত্পাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পেতেন না। এখন মোবাইলে যাচাই-বাছাইয়ের সুযোগ থাকায় মধ্যস্বত্বভোগীরা ঠকাতে পারে না। হানিরপাড় গ্রামের আবুল হোসেন জানান, মোবাইল ফোন সবজি ক্ষেতে পোকার আক্রমণ দেখে সঙ্গে সঙ্গেই স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নেয়ায় তার কোনো ক্ষতি হয়নি। মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ছাইফুল আলম জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে।

মোবাইলের কারণে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা দ্রুত পাচ্ছেন। কৃষকরা সুফল ভোগ করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.