আমাদের কথা খুঁজে নিন

   

হাসির নাটক কই... ??

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।

{ ঈদের রাতেই বৈদ্যুতিক তারের সাথে ডিশ-প্রোভাইডারের " এম " নামক কি একটা মেশিনের গোলযোগ হয়ে গত দুইদিন টিভি দেখতে পারি নাই। আজ সন্ধ্যায় তারা সবঠিকঠাক করে দিয়ে গেছেন, তারপর টিভি দেখতে বসলাম } মনে পড়ে, ছোটোবেলায় ঈদ মানে সেলামি পাওয়া যেমন একটা আনন্দ ছিলো, তেমন আরেকটা আনন্দ ছিলো ঈদের হাসির নাটক। এর ভিতর সবচেয়ে মজার হতো - জব্বার আলীর সমসাময়িক ঘটনা নিয়ে নাটক। মনে পড়ে কুয়েতে সাদ্দামের হামলা, বুশের ( সিনিয়র ) হামলা নিয়ে একটা নাটক ছিলো এক রোযার ঈদে।

একটা গান ও ছিলো - " সাদ্দাম শোনার কুয়েতে, হামলা করলো মাঝ রাইতে " পুরো গানটা মনে নেই। তবে নাটকগুলো মনে থাকতো অনেক দিন। চ্যানেল ছিলো কম, তখন শুধু বিটিভি। পরে একুশে এলে আরো কিছু ভালো নাটক। আহা ... তখনো ডিশের লাইন নেই নাই, তাই আই বা এটিএণ দেখা হতো না।

তবে নাটকগুলো দেখে মনে আনন্দ থাকতো কয়েক সপ্তাহ। আহা ... আজকে নাটক দেখতে গিয়ে মেজাজটাই খারাপ হয়ে গেলো। সব সিরিয়াস নাটক, ঠিক আছে, সকাজের বাস্তবতা। কিন্তু প্রতিদিন এতো টেনশনের এই সমাজে, ঈদের এইকয়টা দিন একটু হাসির নাটক দেখতে চাওয়া কি খুব অন্যায়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।